HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এটি প্যারিস অলিম্পিকের নয়, একটি ম্যাগাজিনের পুরোনো ফটোশুটের ছবি

বুম বাংলাদেশ দেখেছে, এটি একটি ম্যাগাজিনের কভারের পুরোনো ফটোশুটের ছবি। এর সাথে ফিলিস্তিনের পতাকার কোনো সংশ্লিষ্টতা নেই।

By - Tausif Akbar | 31 July 2024 4:35 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, এবারের প্যারিস অলিম্পিকে একজন চীনা ক্রীড়াবিদ ফিলিস্তিনি পতাকার মতো দেখতে একটি সাজে সজ্জিত হয়েছিল। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ২৯ জুলাই 'filmitbuzz' নামের থ্রেডস অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "China chose a design inspired by the Palestinian flag for the Paris 2024 Olympics. What do you think of this bold choice? Share your thoughts below! Paris2024"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। এটি সাম্প্রতিক প্যারিস অলিম্পিকে চীনের কোনো অ্যাথলেটের ছবি নয় বরং এটি 'Vogue China' ম্যাগাজিনের ২০২৩ সালের সেপ্টেম্বর সংখ্যার কভারের পুরোনো ফটোশুটের ছবি। এর সাথে ফিলিস্তিনের পতাকার কোনো সংশ্লিষ্টতা নেই। ইসরায়েল-হামাস চলমান যুদ্ধ শুরু হওয়ার অন্তত একমাস আগে ছবিটি তোলা হয়েছিল।

ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক ম্যাগাজিন 'DSCENE (ডিজাইন সিন)'-এর অনলাইন সংস্করণে ২০২৩ সালের ১১ আগস্ট "He Cong is the Cover Star of Vogue China September 2023 Issue" শিরোনামে প্রকাশিত আলোচ্য ছবিটি সহ সমজাতীয় বেশকয়েকটি ছবিযুক্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, বিখ্যাত 'Vogue' ম্যগাজিনের চীনা সংস্করণ 'Vogue China' এর সেপ্টেম্বর ২০২৩ সংস্করণে ফ্যাশন ফটোগ্রাফার লেসলি ঝাং এর তোলা ছবিতে সুপারমডেল 'হি কং' কভারে স্থান পেয়েছে। ম্যাগাজিনটির এই সংখ্যাটি হাংঝৌ এশিয়ান গেমসকে উৎসর্গ করা হয়েছে (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--

উপস্থাপনের স্বার্থে কিছুটা সম্পাদন করা হয়েছে


অর্থাৎ আলোচ্য ছবিটি সহ সমজাতীয় ছবিগুলো ২০২৩ সালের আগস্টে বা তার আগে তোলা। সার্চ করে পাওয়া যায়, হাংঝৌ এশিয়ান গেমস (২০২২) যা কোভিডের কারণে এক বছর পরে চীনের হাংঝৌ'তে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর শুরু হয়েছিল। অন্যদিকে বিবিসি এর এক প্রতিবেদনের তথ্যমতে ইসরায়েল-হামাস (ফিলিস্তিন) যুদ্ধ শুরু হয় ছবিটি তোলার অন্তত একমাস পরে ২০২৩ সালের অক্টোবরে। উপরের স্ক্রিনশটের বাম দিকের ছবিটিতে 'সেপ্টেম্বর ২০২৩ সংখ্যা' উল্লেখ রয়েছে।

পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে 'Vogue China' ম্যাগাজিনের অনলাইন সংস্করণেও ২০২৩ সালের সেপ্টেম্বর সংখ্যা সংশ্লিষ্ট নিবন্ধে আলোচ্য ছবিটি পাওয়া যায়। পাশাপাশি এতে উল্লেখ করা হয়, ম্যাগাজিনটির সেপ্টেম্বর সংখ্যাটি হাংঝৌ এশিয়ান গেমসকে মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে (অনূদিত ও সংক্ষেপিত)। স্ক্রিনশট দেখুন--

উপস্থাপনের স্বার্থে কিছুটা সম্পাদন করা হয়েছে


দেখা যাচ্ছে, 'Vogue China' এর অনলাইন সহ উপরে উল্লিখিত 'DSCENE (ডিজাইন সিন)' ম্যাগাজিনের অনলাইন সংস্করণে প্রকাশিত আলোচ্য ছবিযুক্ত প্রতিবেদনের কোথাও ফিলিস্তিন বা ফিলিস্তিনের পতাকার সংশ্লিষ্ট বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এছাড়াও উপরের স্ক্রিনশটের বামদিকের ছবিতে সবুজের পাশাপাশি নীল কাপড়ের ডিজাইনও দেখা যাচ্ছে, কিন্তু নীল রং ফিলিস্তিনের পতাকায় নেই।

অর্থাৎ আলোচ্য ছবিটির সাথে এবারের প্যারিস অলিম্পিক কিংবা ফিলিস্তিনের পতাকার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই।

উল্লেখ্য এবারের প্যারিস অলিম্পিকে চীনা দলের পোশাকেও এরকম কোনো ডিজাইন দেখা যায়নি। এরকম কয়েকটি (, , , ) ছবির কোলাজ দেখুন--



অর্থাৎ আলোচ্য ছবিটি চলমান প্যারিস অলিম্পিকের নয় এবং ছবিটির সাথে ফিলিস্তিনের কোনো সম্পর্ক নেই।

সুতরাং সামাজিক মাধ্যমে 'প্যারিস অলিম্পিক ২০২৪'-এ চীনা ক্রীড়াবিদ ফিলিস্তিনি পতাকার আদলে সজ্জিত হয়েছে' মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories