HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অক্টোপাসের এই ছবিটি এআই জেনারেটেড

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিটি বাস্তব অক্টোপাসের নয় বরং ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

By - Tausif Akbar | 14 Jun 2024 11:03 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, কক্সবাজারের ইনানী সৈকতের পাশে দেখা মিলল বিশাল আকৃতির একটি অক্টোপাস। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১০ জুন 'রঙিনঘুড়ি -Ronginghuri' নামের একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "ইনানী ঘাটের পাশে দেখা মিলল বিশাল আকৃতির অক্টোপাস"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--

স্ক্রিনশট/ ফেসবুক/ রঙিনঘুড়ি -Ronginghuri


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয় এবং ছবিটিও বাস্তবিক নয়। অর্থাৎ ছবিটি বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

সার্চ করে ইনানী সৈকতে এমন বিশাল আকৃতির অক্টোপাস দেখা পাওয়ার কোনো তথ্য গ্রহণযোগ্য মাধ্যমে পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিটি পর্যবেক্ষণ করে বাস্তব ছবির বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক বলে মনে হয় এবং এআই ব্যবহার করে তৈরি করা ছবির কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। 

পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে 'best_of_ai_' ইউজারনেম এর একটি অ্যাকাউন্টে গত ১ জুন আলোচ্য ছবিটি সহ সমজাতীয় আরো কয়েকটি ছবি যুক্ত করে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের সাথে 'এটি একটি কাল্পনিক গল্প' শীর্ষক ডিসক্লেইমার লিখে অক্টোপাসের ছবি সম্বলিত একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

স্ক্রিনশট/ইনস্টাগ্রাম/best_of_ai_


এছাড়াও এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিটি যাচাই করা হয়। এই টুলটি ছবিটিকে এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ফলাফলের স্ক্রিনশট দেখুন--

স্ক্রিনশট/হাইভ 


এছাড়াও আলোচ্য ছবিটি সহ ইনস্টাগ্রাম পোস্টটিতে ব্যবহৃত ছবিগুলো মধ্যপ্রাচ্যে বাস্তব হিসেবে প্রচারিত হলে জর্ডানের ফ্যাক্ট-চেকিং সাইট 'ফাতাবিয়ানো' ছবিগুলোকে এআই জেনারেটেড বলে প্রতিবেদন প্রকাশ করে।

অর্থাৎ আলোচ্য ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য আলোচ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে বিভিন্ন সময়েই এআই দ্বারা তৈরি ছবি পোস্ট করতে দেখা যায়।

সুতরাং এআই নির্মিত ছবিকে বাস্তব ছবি হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories