HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কলা দিয়ে আর্টওয়ার্কের এই ছবিটি এআই জেনারেটেড

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিটি বাস্তব আর্টওয়ার্কের নয় বরং কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

By - Tausif Akbar | 13 Feb 2024 6:00 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, এটি কলা দিয়ে তৈরি আর্টওয়ার্কের ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ১০ ফেব্রুয়ারি ফেসবুকের একটি গ্রুপে 'Farhana Naznin' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে "কলা মানে আর্ট, আর্ট মানে শিল্প...কালেক্টেড। অসাধারণ লেগেছে" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য পোস্টের ছবিটি বাস্তব কোনো আর্টওয়ার্কের দৃশ্যের নয় বরং কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে 'Urban kitchen Sri Lanka' নামের চ্যানেলে গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর শিরোনামে হ্যাশটাগ 'midjourney' (মিডজার্নি একটি এআই টুল) উল্লেখ করা হয়। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী AI, Banana সহ বেশকিছু কি-ওয়ার্ড ব্যবহার সার্চ এর মাধ্যমে ফেসবুকে 'Grim Chazer' নামের অ্যাকাউন্ট থেকে গত ৩ ফেব্রুয়ারি "My AI Banana carving post has gone Bananas" (এআই দিয়ে তৈরি আমার এই কলার ছবিটি সামাজিক মাধ্যমে বাস্তব কলা হিসেবে প্রচার পেয়েছে) ক্যাপশনে প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



পরবর্তীতে একই অ্যাকাউন্টে সার্চ করে গত ২৮ জানুয়ারি এআই দিয়ে তৈরি কলার ছবি সহ Grim Chazer এর মূল পোস্টটিও খুঁজে পাওয়া যায়। পোস্টটিতেও ক্যাপশনে তিনি উল্লেখ করেছিলেন যে ছবিটি 'মিডজার্নি' নামের এআই টুল দিয়ে তৈরি। মূল পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ কলা দিয়ে আর্টওয়ার্কের ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য Grim Chazer অ্যাকাউন্টে বিভিন্ন সময়েই এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবি পোস্ট করতে দেখা গেছে। 

সুতরাং এআই নির্মিত ছবিকে বাস্তব ছবি হিসেবে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories