সামাজিক মাধ্যম থ্রেডসে একটি ছবি পোস্ট করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি উপাসনালয়ের সামনে 'সেইভ হিন্দুস' প্ল্যাকার্ড নিয়ে কাঁদছে দুটি শিশু। এরকম একটি থ্রেডস পোস্ট দেখুন এখানে। ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও ছবিটি পোস্ট করা হয়েছে; পোস্ট দুটি দেখুন এখানে এবং এখানে।
গত ৯ আগস্ট ‘darshakchavarkar’ নামের ইউজার নেম এর একটি থ্রেডস অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “Save Bangladeshi is minority Hindu ,Christian”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিটি পর্যবেক্ষণ করে বাস্তব ছবির সাথে সাংঘর্ষিক ও এতে এআই ব্যবহার করে তৈরি করা ছবির কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
পরবর্তীতে এআই ছবি সনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিটি যাচাই করলে টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। দেখুন--
এছড়াও, এআই ছবি সনাক্তের আরেক টুল 'সাইট ইঞ্জিন' ব্যবহার করে ছবিটি যাচাই করলে টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। দেখুন--
অর্থাৎ ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য এআই ছবি সনাক্তের আরো বেশকিছু টুল ব্যবহার করে ছবিটি যাচাই করলে সেসব টুলও ছবিটিকে বিভিন্ন সম্ভাব্যতায় এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে।
সুতরাং এআই নির্মিত ছবিকে বাস্তব ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে; যা বিভ্রান্তিকর।