সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি শিশুর আহত অবস্থার ছবি পোস্ট করে বলা হচ্ছে, সিলেটের এই শিশুটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
আজ ২ আগস্ট 'অদ্ভুত মায়া' নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিসহ দাবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "সিলেট আপডেট। সিলেটে একজন শিশু গু*লিবিদ্ধ। সিলেটের গুলিবিদ্ধ ছোট ভাইটি মারা গেছে"। পোস্টটির স্ক্রিনশট দেখুন–
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য শিশু শফিক আলী মারা যায়নি বরং সে বেঁচে আছে, তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই প্রতিবেদন লেখার ঘন্টাখানেক পূর্বে (রাত ১০ টার দিকে) ছেলেটিকে দেখতে গিয়েছেন এমন একজন স্থানীয় সাংবাদিক হাসপাতালের চিকিৎসকের বরাতে জানিয়েছেন ছেলেটি এখন শঙ্কামুক্ত।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ফেসবুকে 'Shajlu Laskar' নামের একটি অ্যাকাউন্ট ২ আগস্ট "সিলেটে আহত শিশুটি সুস্থ আছে দয়া করে কেউ গুজব ছড়াবেন না" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও যুক্ত পোস্ট পাওয়া যায়। ভিডিওতে দেখতে পাওয়া শিশুটি ও আলোচ্য পোস্টগুলোর ছবিতে দেখতে পাওয়া শিশুটির ছবি ও গায়ের পোষাক দেখে একই শিশু হিসেবে নিশ্চিত হওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম 'জাগোনিউজ'-এ ২ আগস্ট "সিলেটে শিশু মৃত্যুর বিষয়টি ‘গুজব’, সাংবাদিক গুলিবিদ্ধ" শিরোনামে প্রকাশিত আলোচ্য শিশুটির ছবি যুক্ত একটি প্রতিবেদন পাওয়া যায়।
এতে উল্লেখ করা হয়, সংঘর্ষ চলাকালে শফিক আলী নামের ১২ বছরের এক শিশু স্প্লিন্টারবিদ্ধ হয়েছে। তাৎক্ষণিক তাকে সিলেটের আখালিয়ায় মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত শিশু শফিক আলীর বাড়ি আখালিয়া বড়গুল এলাকায়। শিশুটি মারা গেছে বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও সিলেটের স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম 'সিলেট টুডে ২৪' এ 'কেমন আছে সিলেটে সংঘর্ষে আহত শিশু?' শিরোনামে প্রকাশিত আরো একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, আহত শিশুর নাম শফিক আলী (১২)। তার বাড়ি সুনামগঞ্জে। তবে সে পরিবারের সাথে নগরের আখালিয়া এলাকায় থাকে। শিশুটি যে হাসপাতালে চিকিৎসাধীন, সেই মাউন্ড এডোরা হাসপাতালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম রাত পৌনে নয়টায় জানান, শিশু শফিক এখন কিছুটা শঙ্কামুক্ত।
এ বিষয়ে সিলেটের স্থানীয় গণমাধ্যম 'সিলেট প্রতিদিন ২৪' এর সম্পাদক সাজলু লস্কর এর সাথে কথা হয়েছে বুম বাংলাদেশ- এর। এই প্রতিবেদন লেখার ঘন্টাখানেক পূর্বে (রাত ১০ টার দিকে) ছেলেটিকে দেখতে গিয়েছিলেন তিনি। তিনি বুম বাংলাদেশকে জানান, ছেলেটির বাবা তাঁর সাথে হাসপাতালে আছে। সে এখন মোটামুটি শঙ্কামুক্ত, খাবারও খেতে পারছে।
অর্থাৎ আলোচ্য ছবির শিশু শফিক আলী বেঁচে আছেন।
সুতরাং সামাজিক মাধ্যমে 'সিলেটে একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন' মর্মে ছবিসহ যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।