HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

জাস্টিন বিবারের গান গাওয়া এই দুই নারী বাংলাদেশি নন

বুম বাংলাদেশ দেখেছে, জাস্টিন বিবারের ইংরেজি গান গেয়ে ভাইরাল হওয়া এই দুই নারী বাংলাদেশের নয় বরং পাকিস্তানের অধিবাসী।

By - Ummay Ammara Eva | 28 Jun 2024 12:37 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দু'জন নারীর ইংরেজি গান গাওয়ার একটি ভিডিও পোস্ট করে নারী দু'জন বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে

গত ২২ জুন 'BS Bijoy Vlog' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "বাংলাদেশের সেরা দুইজন ইংরেজি শিল্পী😊😂🤗 #reelsvideoシ #FIFAWorldCup2022 #Fifawordcup #ICC"। ভিডিওটিতে দুজন নারীকে ইংরেজি ভাষায় কানাডিয়ান শিল্পী জাস্টিন বিবারের 'Baby' গানটি গাইতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। জনপ্রিয় কানাডিয়ান শিল্পী জাস্টিন বিবারের গাওয়া ইংরেজি গান গেয়ে ভাইরাল হওয়া এই দুই নারী বাংলাদেশের নয় বরং পাকিস্তানের অধিবাসী।

ভিডিওটি থেকে কি ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম জি নিউজের ওয়েবসাইটে ২০১৭ সালের ৯ জুন "These 'Pakistani aunties' can give Justin Bieber a tough run for money with their 'Baby' rendition! - WATCH viral video" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির একটি স্ক্রিনশট খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে স্ক্রিনশটে দেখানো এই দুই নারী পাকিস্তানের বলে উল্লেখ করা হয়। জাস্টিন বিবারের গাওয়া বেবি গানটি গেয়ে তারা ভাইরাল হন। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে ভারতেরই আরেকটি গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটে ২০১৭ সালের ৮ জুন "Have you heard of the awesome ‘Justin Bibis’ from Pakistan?" শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনেও ভিডিওটিতে দেখানো দুই নারীকে পাকিস্তানি বলে উল্লেখ করা হয়। তবে, প্রতিবেদনটিতে ওই দুই নারীকে পাকিস্তানের বলে উল্লেখ করা হলেও তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। স্ক্রিনশট দেখুন--



এছাড়া ডেইলিমোশন ডটকম এবং ফ্যাশন সেন্ট্রাল ডট পিকে নামের ওয়েবসাইটগুলোতেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ আলোচ্য পোস্টের ভিডিওটিতে দেখানো নারীরা বাংলাদেশের নয় বরং পাকিস্তানের অধিবাসী। তবে ভিডিওটি কোথা থেকে ধারণ করা হয়েছে এবং এই দুই নারীর পরিচয় সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি কোনো নির্ভরযোগ্য সূত্রে।

সুতরাং ইংরেজি গান গেয়ে ভাইরাল হওয়া পাকিস্তানের দুই নারীকে বাংলাদেশি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories