HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

লম্বা গলার এই ছবিগুলো এআই জেনারেটেড

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিগুলো বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

By - Tausif Akbar | 29 Oct 2024 12:32 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবির কোলাজ পোস্ট করে বলা হয়েছে, ছবিগুলো আমাজন রেইনফরেস্টে দীর্ঘতম ঘাড় সহ দৈত্যাকৃতির মানুষের কঙ্কাল পাওয়া গেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। ইনস্টাগ্রামে ছবিগুলো দেখুন এখানে। থ্রেডসে ছবিগুলো দেখুন এখানে

গত ২১ অক্টোবর 'MD Sohel' নামের অ্যাকাউন্ট থেকে কোলাজ ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "আমাজন রেইনফরেস্টে বিস্ময়কর আবিষ্কার! বিশ্বের দীর্ঘতম ঘাড় সহ দৈত্যের কঙ্কাল পাওয়া গেছে, এমন একটি প্রকাশ যা ইতিহাসকে বদলে দেয়।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিগুলো বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে।

ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি। অ্যামাজনের রেইন ফরেস্টে এরকম কোনো অস্বাভাবিক আকারের কঙ্কাল পাওয়া গেলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ পাওয়া যেত।

পরবর্তীতে ছবিটি পর্যবেক্ষণ করে বাস্তব ছবির সাথে সাংঘর্ষিক ও এআই ব্যবহার করে তৈরি করা ছবির কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। স্বাভাবিক ছবির বৈশিষ্ট্যের সাথে আলোচ্য ছবিগুলোর (মূল সংস্করণের) সাংঘর্ষিক বিষয়গুলো চিহ্নিত করা অবস্থার চিত্র দেখুন--



এআই ছবি সনাক্তের টুলস 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করলে টুলসটি ছবিটিগুলোকে অধিকতর সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। ফলাফলের কোলাজ দেখুন--



পাশাপাশি এআই ছবি সনাক্তের টুলস 'সাইট ইঞ্জিন' ব্যবহার করে ছবিগুলো যাচাই করলে টুলসটি ছবিটিগুলোকে অধিকতর সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। ফলাফলের কোলাজ দেখুন--



এছাড়াও বেশ কয়েকটি এআই ছবি সনাক্তের টুলস ব্যবহার করে ছবিগুলো যাচাই করলে টুলসগুলো ছবিটিগুলোকে অধিকতর সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। অন্যদিকে কিছু টুলে আবার কিছুক্ষেত্রে একটি এবং কিছুক্ষেত্রে দুইটি ছবির ব্যাপারে ভিন্ন ফলাফলও দেখা গেছে। সাধারণত মূল ছবি পাওয়া না গেলে কিংবা ছবির রেজ্যুলেশন কম হলে ফলাফলে পরিবর্তন পাওয়া যায়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'রয়টার্স' এর ফ্যাক্ট-চেকিং বিভাগ আলোচ্য ছবিগুলোর প্রথম ছবিটি সহ সমজাতীয় আরো একটি ছবির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয় আলোচ্য ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সবচেয়ে লম্বা গলার মানুষের নতুন রেকর্ড পায় থাইল্যান্ডে মাত্র ৮ ইঞ্চি (২০ সেমি) এর নিচে।

আরো উল্লেখ করা হয়, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে- মায়ানমারের পাডাউং উপজাতির কিছু নারী (কারেনি জনগণের একটি উপ-গোষ্ঠী) পিতলের গলার আংটির মাধ্যমে তাদের ঘাড় ১৫ ইঞ্চি (৩৮ সেমি) পর্যন্ত প্রসারিত করতে পারে।

রিভার্স ইমেজ সার্চ করে আলোচ্য কোলাজ ছবিটির দুইটি ছবি সহ সবচেয়ে পুরোনো পোস্টটি (সার্চ অনুযায়ী) পাওয়া যায় সামাজিক মাধ্যম টিকটকের একটি অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৩ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিওতে। আলোচ্য ছবি দুইটি সহ বেশ কয়েকটি সমজাতীয় ছবি যুক্ত করে তৈরি করা হয়েছে ভিডিওটি। তবে টিকটক অ্যাকাউন্টটির বর্ণনায় (বায়োতে) উল্লেখ পাওয়া যায়; অ্যাকাউন্টটির কন্টেন্ট এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা।

অর্থাৎ লম্বা গলার মানুষ ও কঙ্কালের ছবিগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, নারীদের গলায় রিং পরা অবস্থার একটি তোলা ছবি দেখা যাবে এখানে (১১৯ তম পেজ)। 

সুতরাং সামাজিক মাধ্যমে লম্বা গলার মানুষ ও কঙ্কালের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবি বাস্তব ছবি হিসেবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Al Jazeera is known for comprehensive middle eastern coverage and a pro-arab perspective.

Tags:

Related Stories