সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে অদ্ভুত আকৃতির মাছের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, বিশাল আকৃতির মাছগুলো নদী থেকে ধরা হয়েছে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৬ মে "গ্রামের চাচাতো ভাই" নামের একটি ফেসবুক পেজ থেকে মাছের ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "কাখনও বাঘ আবার কখনও ডলফিন! ঝড়ের গতিতে ভাইরাল মাছের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি বিশাল মাছ ধরেছে নদী থেকে।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ছবিগুলো বাস্তব নয় বরং মিডজার্নি নামের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি।
রিভার্স সার্চ করার পর, 'Ari Jayaprakash' নামের একটি টুইটার হ্যান্ডেলে ''Strange Season - 1995 Sundarbans' The weeks succeeding the Indian monsoon of 1995 led to strange discoveries being made in the Sundarbans. The world famous mangrove delta bore witness to the capture of highly unusual mutated hybrid aquatic fauna.' ক্যাপশন সহ ছবিগুলো পোস্ট করা হয়েছে। পোস্টের সাথে হ্যাশট্যাগ দিয়ে #MidjourneyAI #AIIA লেখা আছে। যার অর্থ ছবিগুলো মিডজার্নি দ্বারা তৈরি।
একই ছবি Jayaprakash নামের ঐ ব্যক্তির ইন্সটাগ্রাম একাউন্টেও পোস্ট করতে দেখা যায়। সেখানেও হ্যাশট্যাগে উল্লেখ করা হয়েছে যে, ছবিগুলো মিডজার্নি নামে এআই টুলস দিয়ে তৈরি করা হয়েছে।
মিডজার্নি হলো এক ধরণের হাই-প্রোফাইল এআই ইমেজ জেনারেটর টুল। এর মাধ্যমে একটি লিখিত ধারণার উপর ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ছবি তৈরি করা সম্ভব।
অর্থাৎ ছবিগুলো বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।
সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি অদ্ভুত আকৃতির মাছের ছবিকে বাস্তব দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।