সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি হলুদ মাছের ছবি পোস্ট করে সেটিকে বোয়াল মাছ বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯ মার্চ 'স্বপ্নের নবীনগর-মানবতার কল্যাণে' নামের একটি পাবলিক গ্রুপে 'Mohammad Abul Basar' নামে একটি আইডি থেকে একটি হলুদ রঙের মাছের ছবির পোস্ট করে বলা হয়, "হলুদ রঙের বোয়াল মাছ"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবির মাছটি বোয়াল মাছ নয়। ইউরোপের বিভিন্ন হ্রদ ও নদীতে পাওয়া যাওয়া ওয়েলস ক্যাটফিস নামের এই মাছটির প্রকৃত রং সবুজাভ ধূসর হলেও লিউসিজম নামের একটি রোগে আক্রান্ত হওয়ায় মাছটির গায়ের রং হলুদ হয়ে গেছে।
কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমসের ওয়েবসাইটে ২০২১ সালের ৬ অক্টোবর 'Fisherman Catches Extremely Rare Bright-Yellow Catfish In The Netherlands' শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য পোস্টে যুক্ত ছবিগুলো খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ছবিতে দেখানো মাছটি 'Wels' নামের একজাতীয় ক্যাটফিশ। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ২০২১ সালের ২০ অক্টোবর লাইভসায়েন্সের ওয়েবসাইটে 'Extremely rare, bright-yellow catfish caught in the Netherlands' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ছবির মাছটির নাম ওয়েলস। বিশেষত ইউরোপে সহজলভ্য এই মাছটি প্রায় ৯ ফুট পর্যন্ত বড় হতে পারে। তবে, এই মাছটির গায়ের রঙ হলুদ নয়। মাছটি লিউসিজম নামে একটি বিরল রোগে আক্রান্ত হওয়ায় এর ত্বক হলুদ হয়ে গেছে। স্ক্রিনশট দেখুন--
এদিকে, উপরের প্রতিবেদনটির সূত্র ধরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তরের ওয়েবসাইট National Oceanic and Atmospheric Administration (NOAA)-র একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধ থেকে জানা যায়, আলোচ্য মাছটির নাম Wels Catfish. মাছটির বৈজ্ঞানিক নাম Silurus glanis. স্ক্রিনশট দেখুন--
এদিকে, teamwildfreaks.com নামে একটি ওয়েবসাইটে 'Introduction to Catfish in Sri Lanka' নামে শ্রীলঙ্কায় প্রাপ্ত ক্যাটফিশ নিয়ে পাবলিশ করা একটি নিবন্ধ থেকে জানা যায়, বোয়াল মাছের বৈজ্ঞানিক নাম Wallago attu যেটি হেলিকপ্টার ক্যাটফিশ নামে পরিচিত। স্ক্রিনশট দেখুন---
অর্থ্যাৎ, আলোচ্য পোস্টের ওয়েলস ক্যাটফিশের বৈজ্ঞানিক নাম Silurus glanis. অন্যদিকে, হেলিকপ্টার ক্যাটফিশের বৈজ্ঞানিক নাম Wallago attu. অর্থ্যাৎ দুটি ভিন্ন জাতের মাছ।
সুতরাং ভিন্ন প্রজাতির একটি মাছকে বোয়াল মাছ বলে দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।