সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার বিয়ের পোশাক পরিহিত একটি ছবি পোস্ট করে তারা বিয়ে করেছেন বলে দাবি হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
গত ২ অক্টোবর 'H A Billal Hossain' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "২০ ভরি স্বর্ণ ও ১০ লক্ষ টাকা কাবিন (পরিশোধ) করে হাসনাত ভাই বিয়ে করেছে। তাইতো বলি ত্রাণের টাকা কোথায় গেল!!!" ছবিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে বিয়ের পোশাক পরিহিত দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে যুক্ত ছবিটি এডিটেড। গণমাধ্যমে প্রকাশিত ২০২০ সালের মার্চ মাসে নৌকাডুবিতে মারা যাওয়া এক নবদম্পতির বিয়ের ছবিকে এডিটের মাধ্যমে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল বাংলাদেশ পোস্টের ওয়েবসাইটে গত ৯মার্চ "Body of newly wed bride recovered from Padma" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির কাছাকাছি দেখতে একটি ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, পদ্মা নদীতে নৌকাডুবি হয়ে ছবিতে দেখানো এই নবদম্পতির মৃত্যু ঘটে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে ২০২০ সালের ৬ মার্চ "বধূ বেশে গিয়ে লাশ হয়ে ফিরলেন সুইটি" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও আলোচ্য ছবির কাছাকাছি দেখতে ওই একই ছবি অভিন্ন দাবিতে খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এবারে, আলোচ্য ছবিটির (বামে) একটি স্ক্রিনশট ও বাংলানিউজে দেখানো ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--
এছাড়াও চ্যানেল টোয়েন্টিফোর ও যায় যায় দিনের ওয়েবসাইটেও একই ছবি অভিন্ন দাবিতে খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য পোস্টে যুক্ত ছবিটি এডিটেড। ভিন্ন ঘটনার একটি ছবিকে এডিটের মাধ্যমে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং ভিন্ন ব্যক্তির বিয়ের ছবিকে এডিটের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানার চেহারার ছবি বসিয়ে তাদের বিয়ের ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।