সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে জিনিসপত্র ফেলে দেওয়ার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২২ জুলাই 'অলিপ সমাদ্দার' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "#এবার_টার্গেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের #হিন্দু_পড়ুয়া হোস্টেলে জিনিসপত্র ফেলে বাংলাদেশ ছাড়ার হুঁশিয়ারি জিহাদী জামাত ছাত্র শিবির ও BNP ছাত্র দলের।এটাই ছিল তাদের মূল টার্গেট আর তারা সাফল্যে এবার সম্পূর্ণ বাংলাদেশ থেকে হিন্দু তাড়াবেই। কারণ মেধায় হিন্দুরা অনেক এগিয়ে।। এর পরেও যদি পশ্চিম বঙ্গের হিন্দুদের ঘুম না ভাঙে,পালাতে রাস্তা পাবেনা।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। শিক্ষার্থীদের জিনিসপত্র ফেলে দেয়ার ভাইরাল ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বলে দাবি করা হচ্ছে; প্রকৃতপক্ষে এটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের।
ভাইরাল ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে "ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগ কর্মীদের আসবাবপত্র ফেলে দিয়েছে আন্দোলকারীরা" শিরোনামে 'Desh TV' এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি ১৭ জুলাই প্রকাশ করা হয়। যেই ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভাইরাল ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
দেশ টিভির শিরোনামের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে "ঢাবির বঙ্গবন্ধু হলে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা-কর্মীরা" শিরোনামে ১৭ জুলাই 'Independent TV' এর অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ছবিটির সঙ্গে ভাইরাল ভিডিওটিরও মিল খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের কক্ষ ভাঙচুর করেছেন। কাউকে কাউকে বের করে দেওয়া হয়েছে হল থেকে। কক্ষ থেকে ফেলে দেওয়া হয়েছে জিনিসপত্রও। স্ক্রিনশট দেখুন--
জগন্নাথ হল দাবিতে ভাইরাল ভিডিওটির স্ক্রিনশট (ডানে) এবং দেশ টিভিতে প্রকাশিত বঙ্গবন্ধু হল থেকে শিক্ষার্থীদের জিনিসপত্র ফেলে দেয়ার ভিডিওর স্ক্রিনশট দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
অন্যদিকে আলোচ্য দাবির পক্ষে কি-ওয়ার্ড সার্চ করে ঢাকা বিশ্ববিদ্য়ালয়ের জগন্নাথ হলে হামলা সংক্রান্ত কোনও তথ্য কিংবা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ শিক্ষার্থীদের জিনিসপত্র ফেলে দেয়ার ভাইরাল ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের; জগন্নাথ হলের নয়।
প্রসঙ্গত সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালালে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই ১৭ জুলাই শিক্ষার্থীরা একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল দখলে নিতে শুরু করে। ওইদিনই ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দখলে নেয় শিক্ষার্থীরা। হলগুলো নিয়ন্ত্রণ নেয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীদের জিনিসপত্র ফেলে দেয় তারা।
সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের জিনিসপত্র ফেলে দেয়ার ভিডিওকে জগন্নাথ হলের বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।