HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

রমজান উপলক্ষে আড়ং'য়ের উপহার সংক্রান্ত লিংকগুলো প্রতারণাপূর্ণ

বুম বাংলাদেশ দেখেছে, লিংকগুলোতে প্রবেশ করলে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, যেসবের সাথে আড়ং'য়ের কোন সম্পর্ক নেই।

By - Mamun Abdullah | 28 March 2024 11:56 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপ থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সংশ্লিষ্ট দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং'য়ের লোগো দিয়ে বিভিন্ন ওয়েবসাইটের লিংক পোস্ট করে দাবি করা হচ্ছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রমজানের উপহার দেয়া হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এখানে

গত ১৯ মার্চ 'Md Adnan Bin Jaman' নামের একটি আইডি থেকে এমন একটি লিংকটি পোস্ট করা হয়। লিংকের শিরোনাম হিসেবে লেখা থাকতে দেয়া যায়, "Aarong Ramadan Gift" এবং শিরোনামের নিচে লেখা রয়েছে, "We have prepared generous rewards for Ramadan events"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, জনপ্রিয় দেশি ফ্যাশন ব্র্যান্ড আড়ং'য়ের নামে রমজান উপলক্ষে উপহার দেয়ার দাবিটি ভিত্তিহীন এবং প্রতারণাপূর্ণ।

প্রথমত, ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত কয়েকটি পোস্ট পর্যবেক্ষণ করে দেখা গেছে লিংকগুলো একই ধরণের নয় অর্থাৎ ভিন্ন ভিন্ন। নমুনা স্বরূপ কয়েকটি লিংকের ঠিকানা উল্লেখ করা হল, ১. https://coedtudk.shotinterrogate.top ২. sites.google.com ৩. https://viwohqufswlw.prestigesubsidise.top ।

দ্বিতীয়ত, যাচাই করার উদ্দেশ্যে লিংকগুলোতে ক্লিক করে প্রবেশ করলে দেখা গেছে স্বয়ংক্রিয়ভাবে ডাইভার্ট করে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। কোথাও কোথাও ব্যক্তিগত তথ্য ইনপুট দিয়ে নিবন্ধন করতে বলা হচ্ছে। এমন দুটি স্ক্রিনশট দেখুন-- 


দেখুন-- 


এসব ওয়েবসাইটগুলোর সাথে ফ্যাশন ব্র্যান্ড আড়ং'য়ের কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।

তৃতীয়ত, কি-ওয়ার্ড সার্চ করে আড়ং'য়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রামে রমজান বা আসন্ন ইদ উপলক্ষে এমন কোন গিফট ক্যাম্পেইনের তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সর্বশেষ পদক্ষেপ হিসেবে এ বিষয়ে আরও নিশ্চিত হতে আড়ং'য়ের হটলাইনে কল দিয়ে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বুম বাংলাদেশকে বিষয়টি ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ বলে জানানো হয়।

অর্থাৎ আড়ং'য়ের পক্ষ থেকে রমজান উপলক্ষে কোনো উপহার প্রদানের ক্যাম্পেইন করা হচ্ছে না।

সুতরাং রমজান উপলক্ষে আড়ং'য়ের পক্ষ থেকে উপহার সংক্রান্ত পোস্টগুলো বিভ্রান্তিকর ও প্রতারণাপূর্ণ। 

Related Stories