সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে সাদাকালো একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি ঢাকার অভিজাত এলাকা গুলশান দুই নম্বর এলাকার, যা ১৮৭২ সালে তোলা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ এপ্রিল 'Robi Vlog / রবি ভ্লগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "বর্তমান বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এলাকা গুলশান দুই নাম্বার এলাকার প্রাচীন চিত্র।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। পুরোনো এই ছবিটি ১৮৭২ সালে তোলা রাজধানী ঢাকার গুলশান দুই নম্বরের নয় বরং এটি ১৯০৪ সালে তোলা ঢাকার চকবাজার এলাকার।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে "Chowk or the market place in Dhaka (Currently in Bangladesh) - 1904" শিরোনামে 'OLD INDIAN PHOTOS' নামের একটি ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে বর্ণিত ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়। প্রতিবেদনে ছবিটি সম্পর্কে বলা হয়, ১৯০৪ সালে ফ্রিটজ ক্যাপ ঢাকায় এই ছবিটি তোলেন। এটি 'কার্জন কালেকশনের'৩০ প্রিন্টের একটি অ্যালবামের অন্যতম। এটি ঢাকার চক বা মার্কেট প্লেসের দোকানের ছাদের ওপরের দৃশ্য। চক বাজার পুরানো ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। এর সরু এবং বাঁকানো রাস্তাগুলো পুরানো ভবনগুলোর সাথে সারিবদ্ধ। যার নিচতলায় দোকানগুলোতে বিভিন্ন জিনিস বিক্রি করা হয়। এখানে সব ধরনের যানবাহন, প্রধানত রিকশা চলে (অনূদিত)। স্ক্রিনশট দেখুন--
'OLD INDIAN PHOTOS' ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ছবি ও ডকুমেন্টসের পাবলিক ডোমেইন PICRYL-এ "Dacca Town Chowk - A black and white photo of an old town" শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। যেই প্রতিবেদনে আলোচ্য ছবিটির একই বর্ণনা পাওয়া যায়। যেখানে বলা হয়, ছবিটি ঢাকার চকবাজারের। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিটি ঢাকার গুলশান এলাকার নয় বরং ঢাকার চকবাজার এলাকার যা ১৯০৪ সালে তোলা হয়েছিল।
সুতরাং চকবাজার এলাকার একটি পুরোনো ছবিকে ঢাকার গুলশান এলাকার বলে দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।