HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ধারণ করা, গণভবনের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি গণভবনে ধারণ করা নয় বরং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা থেকে ধারণ করা হয়েছে।

By - Tausif Akbar | 30 Nov 2024 3:52 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; গণভবনে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘর থেকে ধারণ করা ভিডিও এটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এখানে

গত ২০ নভেম্বর ‘_xohit_610’ নামক ইউজার নেম এর একটি থ্রেডস অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, 'জুলাই স্মৃতি জাদুঘর, গনভবন, Collect'। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি গণভবনের জুলাই স্মৃতি জাদুঘর থেকে ধারণ করা নয় বরং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা থেকে ধারণ করা। 

আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে ‘Armed Police Battalion Scout Group’ নামক একটি ফেসবুক গ্রুপের একটি পোস্টে গত ১৯ নভেম্বর হুবহু ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ভিডিওটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘর থেকে ধারণ কর। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ‘Nurnobi Rinku’ নামের একজন ফেসবুক ব্যবহারকারীর গত ১৯ নভেম্বর বেশ কয়েকটি ছবি সহ একটি পোস্ট পাওয়া যায়। ছবিগুলোর সাথে আলোচ্য ভিডিওর দৃশ্যের স্থানের মিল পাওয়া যায়। এতে  উল্লেখ করা হয়, ছবিগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা থেকে তোলা। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



এছাড়াও, একাধিক ফেসবুক হ্যান্ডেলে এই স্থানের আরো ছবি পাওয়া যায় (,, )। সেখানেও স্থানটিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ভেতরের একটি দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

ভিডিওটির ব্যাপারে জানতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাহউদ্দীন বুম বাংলাদেশকে জানান, ভিডিওতে দৃশ্যমান স্থানটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্যে অবস্থিত। জুলাই-আগস্ট মুভমেন্টেকে উৎসর্গ করে এটি স্থাপন করা হয়েছে। 

অর্থাৎ ভিডিওটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ভেতরের দৃশ্য।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর গণভবন পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় গণভবনকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জাদুঘর নির্মাণের জন্য উপদেষ্টাদের নির্দেশনা দেন তিনি।

সুতরাং সামাজিক মাধ্যমে থ্রেডসে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ভেতরের দৃশ্যকে গণভবনে জুলাই স্মৃতি জাদুঘরের বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories