সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি মরদেহের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে সাম্প্রতিক কোটা আন্দোলন সংশ্লিষ্ট হ্যাশট্যাগ ও শিরোনাম ব্যবহার করে নিহতরা সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২০ জুলাই 'মোঃ মামুন ইসলাম' নামের একটি অ্যাকাউন্ট থেকে রিলস ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে শিরোনামের সাথে সাম্প্রতিক আন্দোলন ও ইন্টারনেট শাটডাউনের সময়ে বাংলাদেশে জনপ্রিয় হওয়া হ্যাশট্যাগ '#StarLinkforBangladesh' এর পাশাপাশি '#কোটা_নিয়ে_শিক্ষার্থীদের বিক্ষোভ', '#হরতাল' সহ বেশকিছু হ্যাশট্যাগ যুক্ত করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ দাবি করা হচ্ছে উক্ত রিলস্ ভিডিওতে দৃশ্যমান মরদেহগুলো কোটা সংস্কার আন্দোলনে নিহতদের।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি সম্প্রতি কোটা আন্দোলনে নিহতদের নয় বরং এটি গত ২২ জুন বরগুনায় ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহতদের ভিডিও।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে 'বরিশাল বাংলা টিভি' নামের একটি আঞ্চলিক সংবাদ মাধ্যমের পেজে গত ২২ জুন "বরগুনায় বিয়ে বাড়িতে যাওয়ার পথে ব্রিজ ভেঙে নয় জনের ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যুঃ" শিরোনামে আলোচ্য ভিডিওটি সহ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, বরগুনার আমতলীতে শনিবার (২২ জুন) দুপুরে লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস নদীতে পড়ে যাওয়ায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে প্রচারিত ভিডিওর স্থিরচিত্র (বামে) ও ‘বরিশাল বাংলা টিভি’ এর পেজে পাওয়া ভিডিও প্রতিবেদনের স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি মিল দেখুন--
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম 'ডিবিসি'-এর একটি ফেসবুক পেজে গত ২২ জুন "বরগুনায় ব্রিজ ভেঙে খালে মাইক্রোবাস, নিহত ১০ বরযাত্রী" শিরোনামে প্রকাশিত আলোচ্য মৃতদেহের ভিডিও সহ আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যদিও মৃতদেহের অংশটুকু ঝাপসা করে দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে।
প্রতিবেদনটিতে বলা হয়, বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (২২ জুন) দুপুরে আমতলী উপজেলার ৫নং চওয়া ইউনিয়ন এবং ৪নং হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। খবরটি ডিবিসি এর অনলাইন সংস্করণ সহ বেশকিছু গণমাধ্যমের অনলাইনেও পাওয়া গেছে। ভিডিও প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের মরদেহের। এই ভিডিওটির সাথে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সম্পর্ক নেই।
সুতরাং গত মাসে বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে গিয়ে নিহতদের ভিডিও কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বলে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে; যা বিভ্রান্তিকর।