সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও ক্রিকেটার সাকিব আল হাসানের একটি পুরাতন ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি নির্বাচনে ভোট দিয়ে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে নিজ সমর্থককে মারধর করেছেন। এরকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
আজ ৭ জানুয়ারি 'Protidiner Bangladesh News' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "মেজাজ হারিয়ে সমর্থককে কষে চড় দিলেন সাকিব..."। ভিডিওতে বলা হয়, আজ নির্বাচনের দিনে নিজের ভোট প্রদান করে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সমর্থকদের উপর মেজাজ হারান সাকিব আল হাসান এবং এক সমর্থককে চড় মারেন তিনি। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সমর্থককে সাকিবের চড় মারার ঘটনাটি আজ নির্বাচনের দিনে ভোটকেন্দ্র পরিদর্শনকালের নয় বরং ভিডিওটি কয়েকদিন আগের।
ভিডিওটি থেকে কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ৬ জানুয়ারি অর্থাৎ নির্বাচনের আগের দিন 'No more control' ক্যাপশনে 'Rumky the biggest আইলস্যা' নামের পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। যেই ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। অর্থাৎ ভিডিওটি আজকের বা ৭ জানুয়ারির হওয়ার কোনো সুযোগ নেই। ভিডিওটি দেখুন--
এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে "সরাসরিঃ সাকিবের, সমর্থকের গায়ে হাত তোলার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল" ক্যাপশনে চ্যানেল ২৪- এর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে। যেখানে প্রতিবেদক দুইজন প্রতক্ষদর্শীর সাক্ষাৎকার নেন। প্রতক্ষদর্শীর বর্ণনানুযায়ী, ঘটনাটি ২ জানুয়ারির। সাকিব ফরিদপুর থেকে মাগুরাতে নির্বাচনী এলাকায় গিয়ে প্রচারণার সময়, ভক্তরা তাকে ঘিরে ধরলে ঘটনাটি ঘটে। ভিডিওটি সেসময়ে ধারণ করা, যেটা আজকের (নির্বাচনের দিন) নয়। ভিডিও প্রতিবেদনটি দেখুন--
অর্থ্যাৎ নির্বাচনের দিন ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে নিজ সমর্থককে চড় মারেননি সাকিব আল হাসান।
প্রসঙ্গত ১২তম জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হন ক্রিকেটার সাকিব আল হাসান। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নিজ ভক্তের ছবি তোলার সময় মোবাইল কেড়ে নেওয়া, ভক্তকে চড় মারা, দর্শকের কলার ধরা, মাঠে বিভিন্ন অঙ্গিভঙ্গিসহ নানা বিতর্কমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন তিনি।
সুতরাং সাকিব আল হাসানের পুরোনো একটি ভিডিও পোস্ট করে এটিকে আজ নির্বাচনের দিন ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে নিজ সমর্থককে চড় মেরেছেন বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।