সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি কাতার স্টেডিয়ামে নামাজ আদায়ের দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গতকাল 'AL HELAL99' নামে একটি আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, "কাতার স্টেডিয়ামে নামাজ আদায়ের দৃশ্য ❤️দেখে মন ভরে যায়, মাশাআল্লাহ ❤️ #qatar #WorldCup2022 #কাতার #FIFAWorldCup2022 #salat"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট (গতকাল নেয়া) দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, স্টেডিয়ামে জামায়াতের সাথে নামাজ আদায়ের দৃশ্যটি কাতার স্টেডিয়ামে হওয়ার দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০১৯ সালে রাশিয়ার তাতারস্থানের কাজান-এরেনা স্টেডিয়াম থেকে ধারণ করা হয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে ইংরেজি হরফে 'KAZAN' লেখা থাকতে দেখা যায়। সার্চ করে 'tripadvisor.com' নামে একটি ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, কাজান-এরেনা নামের ওই স্টেডিয়ামটি রাশিয়ান ফেডারেশনের প্রজাতন্ত্র তাতারস্তানের রাজধানী শহর কাজানে অবস্থিত। স্ক্রিনশট দেখুন--
২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কাজান-এরেনা স্টেডিয়ামটি অন্যতম একটি ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছিল।
আরো সার্চ করে ২০১৯ সালের ৭ জুন প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টে আলোচ্য ভিডিওটি হুবহু খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, "Prayers at Kazan Stadium, Tatarstan (May 25th 2019)--- Kazan Hosted One of the Largest Breaking Fasts in Russia…অর্থাৎ "তাতারস্তানের কাজান স্টেডিয়ামে নামাজ, (২৫ মে, ২০১৯)--- রাশিয়ার রোজা সম্পূর্ণ করার সবচেয়ে বড় আয়োজন করেছে কাজান... (অনূদিত)। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও, কি-ওয়ার্ড সার্চ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে ২০১৯ সালের ১০ জুন 'The message of Islam' শিরোনামে আপলোড করা একটি ইউটিউব চ্যানেলে "Praying In Stadium | Namaz in Kazan Stadium Russia" শিরোনামে একটু আলাদা দিক থেকে ধারণকৃত আলোচ্য ভিডিওটির মতই আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থ্যাৎ রাশিয়ার কাজান স্টেডিয়ামে ২০১৯ সালে ধারণকৃত জামায়াতে নামাজ আদায়ের একটি ভিডিওকে চলমান কাতার বিশ্বকাপের ভিডিও বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।