HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজানের ভিডিওটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজানের ভিডিওটিতে অন্য রিয়েলিটি শোর বিচারকদের প্রতিক্রিয়া যুক্ত করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 17 Oct 2022 10:58 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজান শোনানোর একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ৮ অক্টোবর "আমাদের যুব সমাজ" নামে একটি ফেসবুক আইডি থেকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজান পরিবেশনের একটি ভিডিও শেয়ার দিয়ে লেখাহয়, "মধুর সুরে আজান......"। ফেসবুক পোস্টটি দেখুন--

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভারতের নাচের রিয়েলিটি শো সুপার ডান্সারের এক প্রতিযোগীর নাচের শৈলী দেখে মুগ্ধ বিচারকদের অভিব্যক্তিকে ইন্ডিয়ান আইডলে আজান পরিবেশনের এবং সেই আজান শুনে আজানের সুরে মুগ্ধতা প্রদর্শনের বলে প্রচার করা হচ্ছে।

আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় বিনোদন কেন্দ্রিক টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের চ্যানেল সনি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল "SET India"-তে ২০২০ সালের ১৭ জুন "Akshit's Performance Leaves Sushant, Bhumi & Judges Teary-eyed | Super Dancer Chapter 3" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।  আলোচ্য ভিডিওটিতে দেখানো ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবে দেখানো চারজনকে অর্থ্যাৎ গীতা কাপুর, সুশান্ত সিং রাজপুত, ভূমি পেডনেকার এবং শিল্পা শেঠীকে ওই ভিডিওটিতে খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে দেখানো চারজন বিচারকের তিনজনের মুখের অভিব্যক্তি এবং আলোচ্য ভিডিওতে দেখানো বিচারকদের মুখের অভিব্যক্তির মিল খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

এবারে, আলোচ্য ভিডিও এবং সনি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে পাওয়া নাচের রিয়েলিটি শো সুপার ডান্সারের ভিডিওটির বিচারকদের মুখের অভিব্যক্তির তুলনামূলক মিল ধারাবাহিকভাবে দেখুন--



এদিকে ফেসবুকে ভাইরাল ভিডিওটির উৎস খুঁজতে গিয়ে ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "Midy Tanjung" নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ৪ জানুয়ারি "Masyallah❗️Silent Please Voice Adzan Semua Terdiam mendengarkan Adzan yang sangat merdu / Parody" শিরোনামে প্রকাশিত একটি ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ইউটিউব ভিডিওর বর্ণনা অংশে "This video is only in the form of a parody or edit, to share or entertain sharing the goodness of Media Da'wah for all of you." (অনুবাদ--ভিডিওটি দাওয়াহের সৌন্দর্য বোঝানোর জন্য বিনোদনের উদ্দেশ্যে প্যারোডি বা সম্পাদনা করে তৈরি করা হয়েছে।) লেখা থাকতে দেখা যায়। অর্থাৎ ভিডিওটির শিরোনাম ও বর্ণনায় স্পষ্ট লেখা রয়েছে এটি প্যারোডি বা এডিট করে বানানো হয়েছে। এই ইউটিউব ভিডিওটি এবং আলোচ্য ফেসবুক ভিডিওটি হুবহু এক। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

অর্থ্যাৎ ভারতের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজান পরিবেশনের ভিডিওটিও প্যারোডি এবং সম্পাদনা করে বানানো হয়েছে।

সুতরাং ভারতের নাচের রিয়েলিটি শো সুপার ডান্সারের একটি পর্বের ভিডিও থেকে বিচারকদের প্রতিক্রিয়া কেটে সম্পাদনার মাধ্যমে ভারতেরই আরেকটি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজান পরিবেশনের একটি সম্পাদিত ভিডিওর সাথে জুড়ে দিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories