সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; বাংলাদেশের সাম্প্রতিক সময়ের বন্যায় পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর দৃশ্য এটি। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ২৩ আগস্ট 'spicy_dipu' নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "এটা কোন টাইটানিক মুভির দৃশ্য নয়, এটা আমাদের ফেনী! এইটা দৃশ্য টাইটানিকে ও হার মানাবে"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশের পূর্বাচলে চলমান ভয়াবহ বন্যার দৃশ্যের নয় বরং এটি গত মে মাস থেকেই অনলাইনে পাওয়া যায়। সেখানে ভিডিওটিকে মেক্সিকো উপসাগরে সৃষ্ট হারিকেনের সময়ের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।
ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ছবি ও ক্ষুদে ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে 'chipnsalt77' ইউজার নেম এর একটি অ্যাকাউন্টে গত ১৮ মে শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটি পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ২৮ সেপ্টেম্বর ২০২২ মেক্সিকো উপসাগরে সৃষ্ট হারিকেন ইয়ান এর ফলে সিঁড়ি বেয়ে উঠে আসছে পানি। স্ক্রিনশট দেখুন--
ভিডিওটির প্রিভিউ দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে ফিলিপাইন ভিত্তিক অনলাইন ম্যাগাজিন 'নিউজব্রেক'-এ গত ১১ জুলাই একই শিরোনামে প্রকাশিত আলোচ্য ভিডিওটি সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। এতেও ভিডিওটিকে মেক্সিকো উপসাগরে সৃষ্ট হারিকেন ইয়ান এর ফলে সিঁড়ি বেয়ে উঠে আসছে পানি হিসেবেই উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও সার্চ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংস্থার সাইটে ২০২২ সালে মেক্সিকো উপসাগরে ২৮-৩০ সেপ্টেম্বরে সৃষ্ট হারিকেনের সংবাদ পাওয়া যায়।
অর্থাৎ ভিন্ন দেশের পুরোনো ভিডিওকে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর সাম্প্রতিক সময়ের বন্যার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য বাংলাদেশের পূর্বাঞ্চলীয় মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী বন্যাকবলিত হয়ে পড়েছে। বৃষ্টির পাশাপাশি গত ২১ আগস্ট ভারত থেকে আসা আকস্মিক পানিতে এসব অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়।
সুতরাং সামাজিক মাধ্যমে ভিন্ন দেশের পুরোনো ভিডিওকে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর সাম্প্রতিক বন্যার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।