HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি খুলনার মহাসমাবেশ থেকে বিএনপির নেতা কর্মীদের আটকের নয়

ভিডিওটি আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে রাজু ভাস্কর্যের সামনে এক স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও পুলিশের গ্রেফতারের।

By - Ummay Ammara Eva | 29 Oct 2022 2:26 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি খুলনায় বিএনপির সমাবেশ থেকে দলটির নেতাকর্মীদের আটকের। এরকম কয়েকটি পোস্ট দেখুন  এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ২২ অক্টোবর 'রুমিন ফারহানা' নামে একটি আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "আজকে খুলনা মহাসমাবেশে বিএনপির নেতা করমিদের আটক"। ফেসবুক পোস্টটি দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, গত ৭ অক্টোবর আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে রাজু ভাস্কর্যের সামনে চলা স্মরণসভায় ছাত্রলীগের হামলা, আহতদের নিকটস্থ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া ও তাদের মধ্য থেকে কয়েকজনকে পুলিশের আটকের সময়ে ভিডিওটি ধারণ করা হয়।

ভিডিওটি পর্যবেক্ষণে ভিডিওটি শুরুর ১০ সেকেন্ডে গিয়ে দেখা যায় ভিডিওটি কোনো একটি হাসপাতালের বার্ন ইউনিট এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ঠিক উল্টোদিক থেকে ধারণ করা হয়। স্ক্রিনশট দেখুন--


আবার, ক্যামেরা ঘুরিয়ে বার্ন ইউনিটের বীপরীত দিকে নিলে দেখা যায়, ঘটনাস্থলটি ঢাকা মেডিকেল হসপিটালের জরুরি বিভাগের সামনে। অর্থ্যাৎ ভিডিওটির ঘটনাস্থলটি খুলনা নয় বরং ঢাকায় অবস্থিত। স্ক্রিনশট দেখুন--


এদিকে ভিডিওটির ৩ মিনিট ৫ সেকেন্ডে গিয়ে দেখা যায়, মোহাম্মদ সানাউল্লাহ নামে একজন শিক্ষার্থী সাংবাদিকদের বলছেন ওইদিন বিকাল ৩টায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে রাজু ভাস্কর্যের সামনে চলা সমাবেশে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পরে ছাত্রলীগ আবার তাদের উপরে হামলা করেছে। ওই হামলা চলাকালেই ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটিতে শিক্ষার্থীর কথা বলার সময়ের স্ক্রিনশট দেখুন--


আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ৭ অক্টোবর 'Bangla News BD' নামে একটি ফেসবুক পেজে "ভিপি নুরদের গ্রেফতার, ছাত্রলীগের হামলার পর পুলিশের অ্যাকশন !" ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচ্য ভিডিও এবং ওই ভিডিওটি হুবহু এক। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

উক্ত ক্যাপশনসহ ফেসবুক পোস্ট এবং ভিডিওটি থেকে প্রাপ্ত তথ্যগুলোর ভিত্তিতে সার্চ করে দৈনিক পত্রিকা 'আজকের পত্রিকা'র ওয়েবসাইটে 'ঢাবিতে আবরার ফাহাদ স্মৃতি সংসদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, সমাবেশ পণ্ড' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, ''বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে 'আবরার ফাহাদ স্মৃতি সংসদ' ব্যানারে আয়োজিত এই স্মরণসভা কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে।'' স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

এছাড়াও দৈনিক প্রথম আলো, সমকাল এবং ইউএনবির ওয়েবসাইটেও উক্ত ঘটনায় খবর প্রকাশিত হয়।

অর্থ্যাৎ ৭ অক্টোবরে ঘটা ঢাকার একটি ঘটনার ভিডিওকে খুলনার জনসমাবেশের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories