সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
৪ ঘন্টা আগে "Shakhawat Hossain" নামে একটি আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, "পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় দুই দিনে মোট ৫০ জনের মরদেহ উদ্ধার। এই দুর্ঘটনার জন্য দায়ী কে?" ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি গত ২ সেপ্টেম্বর কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকাবাইচ চলাকালে নৌকাবাইচ দর্শনার্থীদের একটি নৌকা ডুবে যাওয়ার সময় ধারণ করা হয়েছিল।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "No1 News Bd" নামে একটি ইউটিউব চ্যানেলে ২ সেপ্টেম্বর "ইন্নালিল্লাহ! কুষ্টিয়ার গড়াই নদীতে শতাধিক যাত্রী নিয়া ভ'য়াবাহ নৌকাডুবি। দেখুন কিভাবে এমন হলো.." শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।ভিডিওটির প্রথম দৃশ্য থেকে নৌকার যাত্রীদের পোশাক ও পারিপার্শ্বিকতা বিবেচনায় বিষয়টি স্পষ্ট যে উক্ত ভিডিও ও আলোচ্য ভিডিওটি একই ঘটনার, তবে ইউটিউব ভিডিওটি একটু ভিন্ন দিক থেকে ধারণ করা। ইউটিউব ভিডিওটি দেখুন--
ইউটিউব ভিডিও ও আলোচ্য বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওটির পাশাপাশি তুলনা দেখুন--
আরো সার্চ করে অনলাইন পোর্টাল জাগো নিউজে ২ সেপ্টেম্বর "নৌকাবাইচ দেখতে এসে গড়াই নদে যুবক নিখোঁজ" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওর একটি কি-ফ্রেম খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "বিকেলে গড়াই নদে নৌকাবাইচ প্রতিযোগিতা চলছিল। এ উপলক্ষে নদী তীরে হাজারো মানুষের ঢল নামে। বাইচ দেখতে আসা দর্শনার্থীদের অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে যায়। এসময় নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও একজন যাত্রী নিখোঁজ হন। আহত হন আরও দুজন।"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, আরেকটি অনলাইন পোর্টাল ঢাকা পোস্টেও গত ২ সেপ্টেম্বর "গড়াই নদীতে ডুবল যাত্রীবোঝাই নৌকা" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও জাগো নিউজের অনুরূপ ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রসঙ্গত, পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গত ২৫ সেপ্টেম্বর রোববার নৌকাডুবির ঘটনায় গণমাধ্যমের খবর অনুযায়ী আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মোট ৬৮ জনের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ৪ জন।
অর্থ্যাৎ গত ২ সেপ্টেম্বর কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে দর্শনার্থীদের একটি নৌকা ডুবে যাওয়ার ভিডিওকে সম্প্রতি পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনা বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।