HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি জামায়াত শিবির সমর্থকদের শাপলা চত্ত্বর দখলের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০২১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের।

By - Ummay Ammara Eva | 30 Oct 2023 10:45 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, পুলিশের বাঁধা সত্ত্বেও ২৮ অক্টোবরের সমাবেশ শুরুর আগের রাতেই শাপলা চত্ত্বর দখলে নিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৭ অক্টোবর 'Lal Miya Satro' নামে একটি ফেসবুকে আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "আলহামদুলিল্লাহ। পুলিশের বেড়ি ভেঙ্গে রাতেই শাপলা চত্বর দখলে নিল জামাত শিবিরের নেতাকর্মীরা। সাবাস বিজয় সুনিশ্চিত"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০২১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ চলাকালে ধারণ করা হয়।

ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ইউটিউব একাউন্টে ২০২১ সালের ২৭ মার্চ "পুলিশের গুলিতে ৭জন নিহত প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ" শিরোনামে আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি আলোচ্য ভিডিওটির একটু দীর্ঘ ভার্সন। ইউটিউব ভিডিওটির ২০ সেকেন্ড পর থেকে আলোচ্য ভিডিওটি হুবহু এক। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

আরো সার্চ করে 'Ns Islamic media' নামে একটি ফেসবুক পেজেও আলোচ্য ভিডিওটি 'পুলিশের গুলিতে ৭ জন নিহতের প্রতিবাদে অগ্নিজরা ভাষনে কঠিন হুংকার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ' ক্যাপশনে খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--

 Full View

অর্থাৎ ২০২১ সালের ২৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে সারাদেশে ইসলামী দলগুলোর বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। আলোচ্য ভিডিওটি সেই সময়ে ধারণ করা হয়। এই ভিডিওটি দুই বছর পুরোনো এবং এর সাথে গত ২৮ অক্টোবর জামায়াতের শাপলা চত্ত্বরে সমাবেশের ঘোষণা দেয়ার কোনো সম্পর্ক নেই। 

উল্লেখ্য সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্ত্বরে সমাবেশের ঘোষণা দিলেও পরবর্তীতে অনুমতি না পেয়ে এর পাশে আরামবাগ এলাকায় সমাবেশ করে জামায়াত

সুতরাং দুই বছর আগের জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের একটি ভিডিওকে ভুয়া তথ্য সহ সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।  

Tags:

Related Stories