HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কালেমা খচিত পতাকাসহ আকাশে উড়ার ভিডিওটি চলতি বিশ্বকাপের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০১৯ সালে সৌদি আরবের কিং কাপের ফাইনাল ম্যাচের অনুষ্ঠানের একটি মুহুর্ত।

By - Md Abdullah Khan | 25 Nov 2022 1:58 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, চলতি বিশ্বকাপে সৌদি আরবের কালেমা খচিত পতাকা নিয়ে স্টেডিয়ামের আকাশে উড়েছেন এক ব্যক্তি। ভিডিওটিতে এক ব্যক্তিকে উড়ন্ত ফ্লাইংহুভার বোর্ডে সৌদি আরবের কালেমা খচিত পতাকা নিয়ে পারফর্ম করতে দেখা যায়। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২১ নভেম্বর 'Md. Ripon Vai" নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "কলেমার পতাকা উড়লো কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে মাশাল্লাহ"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন
এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের নয় বরং সৌদির আরবের কিংস ফাহাদ স্টেডিয়ামে কিং কাপ ২০১৯ ফাইনাল ম্যাচের অনুষ্ঠানের একটি মুহুর্ত।

ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর, 'J4Entertainment' নামের একটি ইউটিউব চ্যানেলে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 'FLY 16.2 | flying man | ADVERTISING CAMPAIGN' শিরোনামে ভিডিওটি ২০১৯ সালের ৩০ নভেম্বর আপলোড করা হয়েছে। J4Entertainment হল একটি এজেন্সি যারা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে থাকে। তবে এই ভিডিওটিতে বিস্তারিত কোনো বিবরণ নেই।

Full View

একাধিক সার্চের পর,'Life of Saudi Arabia' নামের একটি ফেসবুক একাউন্টে একই অনুষ্ঠানের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যা ২০১৯ সালের ৪ মে পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে 'A Flying hoverboard at the King Salman final cup in #Riyadh"। অর্থাৎ এটি সৌদি কিংস কাপের অনুষ্ঠানের দৃশ্য। একই ভিডিও কাছাকাছি সময়ে প্রায় একই বিবরণ সহ ইউটিউবেও পোস্ট করতে দেখা যায়। ফেসবুকের ভিডিওটি দেখুন--

Full View

অর্থাৎ নিশ্চিতভাবেই ভিডিওটি চলমান ২০২২ কাতার বিশ্বকাপের কোনো অনুষ্ঠানের নয়।

ভিডিওর সূত্রধরে সার্চ করার পর জানা যায়, ২০১৯ সালের মে মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আল-ত্বাওউন বনাম আল ইত্তেহাদের কিং কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে আল ত্বাওউন বিজয়ী হয়। এই ম্যাচের আগে উড়ন্ত হুভারবোর্ডে চড়ে সৌদি আরবের কালেমা খচিত পতাকা হাতে একজন পারফর্মার স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। এ ছড়াও ম্যাচকে ঘিরে আলোকসজ্জার আয়োজন করা হয়েছিল। ম্যাচের আরও কিছু মুহুর্ত দেখুন এখানে। কিং কাপের ফাইনাল ম্যাচ সম্পর্কিত আরব নিউজের প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--


সুতরাং ২০১৯ সালের সৌদি আরবের কিং কাপ ফুটবল ম্যাচের অনুষ্ঠানের একটি ভিডিওকে চলতি ২০২২ কাতার বিশ্বকাপের দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories