সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি দরজা দিয়ে কয়েকজন তরুণীর বেরিয়ে আসার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি দুবাইয়ের একটি নাইটক্লাবের। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২০ মে 'ধরলা টিভি-Dhorla TV' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "দুবাইয়ের নাইটক্লাবে কী হয়!"। ভিডিওটিতে একটি দরজা দিয়ে একে একে কয়েকজন তরুণীকে বেরিয়ে আসতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি দুবাইয়ের নাইটক্লাবের নয় বরং এটি তুরস্কের শিরনাক শহরে ইয়াজিদি সম্প্রদায়ের একটি বাৎসরিক ধর্মীয় উৎসবের সময়ে ধারণ করা হয়েছে।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Yazidi culture' নামের একটি এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত টুইটার পোস্টের ভিডিওটির শুরুর কয়েক সেকেন্ডের সাথে আলোচ্য ভিডিওটির হুবহু মিল রয়েছে। তবে আলোচ্য ভিডিওটি ফ্লিপ মুডে এডিট করে প্রচার করা হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ইয়াজিদিরা তুরস্কের শিরনাক শহরে বাৎসরিক পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য একত্রিত হয়েছেন। ইয়াজিদি সম্প্রদায়ের বাইরের লোকদেরকে নিজেদের সাথে শামিল করার জন্য এই অনুষ্ঠানটি বিখ্যাত। এক্স পোস্টটি দেখুন--
উপরের এক্স একাউন্টটি পর্যবেক্ষণ করে ইয়াজিদি সম্প্রদায়ের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক পরা ছবি যুক্ত আরো একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। আলোচ্য পোস্টের ভিডিওটিতে দেখানো মেয়েদের পোশাক এবং টুইটার পোস্টে দেখানো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকে মিল রয়েছে। পোস্টটি দেখুন--
এদিকে, তুরস্কের শিরনাক শহরে বসবাসরত ইয়াজিদি সম্প্রদায় সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে ইরাকের গণমাধ্যম রুদাও ডট নেটে ২০২২ সালের ৭ অক্টোবর "Yazidis celebrate Jama holiday in Sirnak" শিরোনামে প্রকাশিত একটি প্রতিববেদন খুঁজে পাওয়া যায়।। প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াজিদি সম্প্রদায়ের হাজার হাজার সদস্য তুরস্কের শিরনাক প্রদেশে তাদের ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন। তারা সাধারণত প্রতিবছরের অক্টোবর মাসে লালিশ টেম্পলে 'জামা' নামের ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে একত্রিত হন। স্ক্রিনশট দেখুন--
আরো কি-ওয়ার্ড সার্চ করে 'DENGE TORE TV' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ অক্টোবর "ŞIRNAK İDİL MAĞARA KÖYÜ CEJNA GELÊ EZDAYÎ CEMAYÎ 2023 LI GUNDÊ HEZEX'Ê KÎWEX'Ê HATE PÎROZKIRIN" শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে ইয়াজিদি সম্প্রদায়ের সদস্যদের উৎসব পালনের কিছু দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটিতে দেখানো মেয়েদের পোশাকের সাথে আলোচ্য ভিডিওটিতে দেখানো মেয়েদের পোশাকের সাদৃশ্য পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি দুবাইয়ের নাইটক্লাবের নয় বরং তুরস্কের ইয়াজিদি সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের ভিডিও এটি।
সুতরাং তুরস্কের ইয়াজিদি সম্প্রদায়ের উৎসবের ভিডিওকে দুবাইয়ের নাইটক্লাবের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।