HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শিক্ষক প্রশিক্ষণের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়

বুম বাংলাদেশ দেখেছে, আনন্দদায়কভাবে শিশুদের পড়ানোর কৌশল সংক্রান্ত শিক্ষকদের প্রশিক্ষণের ভিডিওটি ভারতের আসামের।

By - Mamun Abdullah | 15 Dec 2023 2:06 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ, আইডি ও গ্রুপ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

গত ৬ ডিসেম্বর 'Anika AFRUZ World' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে তাতে লেখা হয়, "নতুন কারিকুলাম অনুযায়ী বাংলাদেশের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষন দেয়া হচ্ছে।" নিচে স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। এটি বাংলাদেশের স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের কোনো ভিডিও নয় বরং এটি ভারতের আসাম রাজ্যে শিক্ষক-শিক্ষিকাদের আনন্দদায়কভাবে একটি কবিতা পাঠদানের প্রশিক্ষণের ভিডিও।

ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Ratan Lal saha নামের একটি ফেসবুক পেজে "FLN Training on Poem Poster for oral Language Development" শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি গত ১৭ নভেম্বর পোস্ট করা হয়। নিচে পোস্টটি দেখুন-- 

Full View

রতন লাল সাহার ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী তিনি ভারতের আসাম রাজ্যের একজন শিক্ষক বলে তাঁর পরিচয় জানা যায়।

আলোচ্য ভিডিওটি বাংলাদেশের নতুন পাঠ্য কারিকুলাম পরিবর্তনের পর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার দাবিতে ভাইরাল হবার পর তিনি তার পেজে গত ৩ ডিসেম্বর ভিডিওটি পুনরায় পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, "এটি আসাম সরকারি স্কুলের ক্লাস ওয়ানের লেসন ৪ এর টিলিং টিলিং সাইকেল নামের একটি কবিতার আনন্দদায়ক পাঠের প্রশিক্ষণের ভিডিও।" স্ক্রিনশট দেখুন--


এছাড়াও রতন লাল সাহার Ratan Lal Saha নামের ইউটিউব চ্যানেলেও FLN Training শিরোনামে আলোচ্য প্রশিক্ষণের ভিডিওটি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি সম্প্রতি বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার নয়। 

সুতরাং ভারতের একটি স্কুলের শিক্ষকদের দেয়া প্রশিক্ষণের একটি ভিডিওকে বাংলাদেশের দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

Related Stories