HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতকে নিয়ে ক্রিকেটার মঈন আলীর নামে ছড়ানো উক্তিটি তাঁর নয়

বুম বাংলাদেশ দেখেছে, ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীর নামে খোলা একটি ফেক টুইটার একাউন্ট থেকে উক্তিটি ছড়ানো হয়েছে।

By - Ummay Ammara Eva | 14 Jun 2022 9:47 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে দাবি করা হচ্ছে যে, ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মঈন আলী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে করা কটুক্তির জন্য ভারত যদি ক্ষমা না চায়, তিনি আর কখনও ভারতে ম্যাচ খেলতে যাবেন না এবং আইপিএলও বয়কট করবেন। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ৮ জুন 'Shakib Al Hasan Fc. 75' নামের একটি পেজে একটি ছবি পোস্ট করে লেখা হয়, 'স্যালুট জানাই আপনাকে প্রিয় মঈন আলি,,🥀 ভারত যদি তার নিন্দামূলক বক্তব্যের জন্য ক্ষমা না চায়, আমি আর কখনও ভারতে ম্যাচ খেলতে যাব না, আমি আইপিএলও বয়কট করব। এবং আমি আমার সহকর্মী মুসলিম ভাইদের কাছেও তাই করার জন্য আবেদন করব।' পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, টুইটারে এমন কোন পোস্ট ইংলিশ ক্রিকেটার মঈন আলী করেননি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কোনো একাউন্টই এখন সক্রিয় নেই বলে মঈন আলীর স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জানিয়েছে।

মঈন আলী ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে খেলেন এবং ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রিমিয়ার লীগ আইপিএলের চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। সম্প্রতি একটি সংবাদ ছড়িয়ে পড়েছে যে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও আরেক নেতা নবীন কুমার জিন্দাল মহানবী (স.) সম্পর্কে বিতর্কিত উক্তি করায় একটি টুইটার পোস্টে তিনি ভারতের তরফে ক্ষমা প্রার্থনা দাবি করেছেন এবং বলেছেন যে, অন্যথায় তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) বর্জন করবেন।

উক্ত পোস্টটি খোঁজ করে দেখা যায়, ভুয়া তথ্য ছড়ানোর দায়ে ওই একাউন্টটি সাসপেন্ড করেছে টুইটার।  Moeen Munir Ali নামে উক্ত পোস্টটি পাওয়া যাবে আর্কাইভে। আর্কাইভে থাকা পোস্টটির স্ক্রিনশট দেখুন---


আর্কাইভ থেকে ওই টুইটার একাউন্টে ঢুকে দেখা যায়, বায়োতে উল্লেখিত হয়েছে, ওই একাউন্টটি মঈন আলীর পরিচালিত টুইটার একাউন্ট নয় বরং একাউন্টটি আন-অফিসিয়াল। স্ক্রিনশট দেখুন--


আবার, মঈন আলীর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানী 'Aces Middle East' তাদের টুইটার একাউন্ট থেকে একটি পোস্ট করে জানায়, মঈন আলীর নামে যে পোস্টটি ছড়ানো হচ্ছে, সেটি একটি ভুয়া একাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। সেখানকার কমেন্ট সেকশনে এক ব্যক্তির কমেন্টের বিপরীতে ক্রীড়া ব্যবস্থাপনা সংস্থাটি জানায়, মঈন আলী সামাজিক মাধ্যমেই সক্রিয় নন। পোস্টটি দেখুন--

আলোচ্য পোস্টটি যে টুইটার একাউন্ট থেকে ভাইরাল হয় সেটি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে পরিচালিত এবং মঈন আলী কোনো সামাজিক মাধ্যমেই সক্রিয় নন যেটি তিনি ২০২০ সালের ২৯ জুলাই The Guardian পত্রিকাকে তিনি জানিয়েছিলেন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, মঈন আলীর ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রাম আইডি সক্রিয় নেই।

অর্থ্যাৎ, ক্রিকেটার মঈন আলীর নামে একটি উক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে উক্তিটি তিনি করেননি। বরং, একটি ভুয়া টুইটার আইডি থেকে ওই বক্তব্যটি ছড়ানো হয়েছে।

সুতরাং একটি ভুয়া একাউন্ট থেকে করা একটি মন্তব্যকে মঈন আলীর বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories