সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিবৃতির ছবি পোস্ট করে বলা হচ্ছে, প্রোফাইল পিকচার লাল রং করণ বিষয়ে ছাত্রশিবিরের সতর্কতা বিষয়ক বিবৃতি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
আজ ৩০ জুলাই 'Nahid M Helal' নামের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ২৯ জুলাইয়ের একটি বিবৃতির ছবি পোস্ট করা হয়। বিবৃতিতে 'প্রোফাইল পিকচার লাল রং করণ বিষয়ে বিশেষ সতর্কতা' শিরোনামে লাল ও হলুদ রং এর ব্যবহারের একটি হাদিস সংযুক্ত করে বলা হয়, "সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি হিসেবে লাল রং প্রোফাইল পিকচার করার বিষয়টি ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম বিদায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই কর্মসূচি প্রত্যাখ্যান করলো। ........... আমাদের আন্দোলনের মূল লক্ষ্যকে পরিবর্তন করার জন্যে কেন্দ্রীয় সমন্বয়কদের অনুপুস্থিতিতে এটিকে আমরা পশ্চিমা ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করছি।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর অফিশিয়াল প্যাডে সম্পাদনা করে আলোচ্য বিবৃতিটি তৈরি করে প্রচার করা হয়েছে।
বিষয়টি যাচাইয়ের জন্য ছাত্রশিবির এর ভেরিফায়েড ফেসবুক পেজে ভিজিট করে ২৯ জুলাই বা তার আগে-পরে এমন কোনো বিবৃতি সম্বলিত পোস্ট পাওয়া যায়নি। বরং পেজটিতে দেখা যায় তাদের পেজের প্রোফাইল ছবিতে নিজেদের লোগোটি একটি লাল ব্যাকগ্রাউন্ডে যুক্ত করে আজ প্রকাশ করেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আজ ৩০ জুলাই প্রোফাইল পিকচারে লাল রং প্রচার সংক্রান্ত (লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার) যে কর্মসূচি দিয়েছে তার সাথে সংহতি প্রকাশ করেছে এবং নিজেদের প্রোফাইলেও লাল রং যুক্ত করেছে ছাত্রশিবির। তাই তাদের পক্ষ থেকে আলোচ্য বিবৃতি দেয়ার বিষয়টি সঙ্গতিপূর্ণ নয়। পোস্ট ও পেজের প্রোফাইল ছবির কোলাজ দেখুন--
এছাড়াও সংগঠনটির ওয়েবসাইটে এ জাতীয় কোনো বিবৃতি কিংবা মূলধারার গণমাধ্যমেও এ জাতীয় কোনো সংবাদ পাওয়া যায়নি।
এদিকে সংগঠনটির দেয়া সর্বশেষ বিবৃতি পাওয়া যায় গত ২৭ জুলাই। বাংলাদেশ প্রতিদিনের একটি সংবাদের নিন্দা জানিয়ে তারা বিবৃতিটি তাদের ফেসবুক পেজে প্রকাশ করেন। দেখুন--
এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম নিজেদের ফেসবুক পেজে আলোচ্য বিবৃতিটিকে 'বানোয়াট' উল্লেখ করে পোস্ট (১, ২) করেছেন। পোস্ট দুটির কোলাজ দেখুন--
অর্থাৎ আলোচ্য বিবৃতিটি সংগঠনটির অফিশিয়াল প্যাড ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য গণমাধ্যম সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচারের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক মো. মাহিন সরকার। এই কর্মসূচীর আওতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল রং এর কিংবা লাল রং সংযুক্ত প্রোফাইল পিকচার সহ কভার ফটো ও বিভিন্ন কন্টেন্ট পোস্ট করতে দেখা গেছে।
সুতরাং সামাজিক মাধ্যমে একটি ছাত্র সংগঠনের অফিসিয়াল প্যাড ব্যবহার করে বানোয়াট একটি বিবৃতি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।