HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ফ্রান্সের আন্ডারপাসে মারামারির ঘটনাটি সাজানো

বুম বাংলাদেশ দেখেছে, ঘটনাটি বাস্তব নয় বরং এই ভিডিওটি তৈরি করেছে ফ্রান্সের স্টান্ট দল 'ক্যাম্পাস ইউনিভার্স ক্যাসকেডস'।

By - Tausif Akbar | 27 Nov 2023 1:05 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং প্রোফাইল থেকে পোস্ট করে বলা হচ্ছে, ফ্রান্সের একটি আন্ডারপাসে তিনজন ইসরায়েলি মেয়েকে শ্লীলতাহানি করায় তারা সেই পুরুষদের সাথে মারামারি করছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

গত ১৫ নভেম্বর 'Maushumi Choudhury Sarkar' নামের ফেসবুক প্রোফাইল  থেকে "ফ্রান্সের একটি আন্ডারপাসে তিনটি ইসরাইলি মেয়ে দশটি ম্লেচ্ছ কে বুঝিয়ে দিলো ইসরাইলের মেয়েদের সাথে লাগতে এলে কি অবস্থা হয়...” ক্যাপশনে একটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ফ্রান্সের আন্ডারপাসে তিনজন ইসরায়েলি মেয়ের সাথে কিছু পুরুষের মারামারির ঘটনাটি বাস্তব নয় বরং ভিডিওটি সাজানো বা স্ক্রিপ্টেড।

ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে দৃশ্যমান কয়েকজনের গায়ে একই লোগো (CUC লেখা) সম্বলিত পোশাক দেখতে পাওয়া যায়। 'CUC' শব্দ এর সাথে 'France' যুক্ত করে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে 'Campus Univers Cascades' এর অফিশিয়াল ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইট থেকে জানা যায়, Campus Univers Cascades হলো ফ্রান্সের একটি স্টান্ট গ্রুপ। আলোচ্য ভিডিওতে পোশাকের গায়ে 'CUC' লেখা স্থিরচিত্র (বামে) ও Campus Univers Cascades এর অফিসিয়াল সাইটে পাওয়া লোগোর (ডানে) তুলনা দেখুন--



পাশাপাশি, Campus Univers Cascades এর অফিশিয়াল সাইট থেকে তাদের ইনস্টাগ্রাম একাউন্ট পাওয়া যায়। পরবর্তীতে ইনস্টাগ্রাম একাউন্ট পর্যবেক্ষণ করে গত ২ নভেম্বর প্রকাশিত হুবহু আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে #stuntteam #fighter #campus #action #cinema #choregraphy #stuntlife ইত্যাদি হ্যাশট্যাগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, ভিডিওটি ফ্রান্সের ঐ স্টান্ট দলের প্রোমোশনাল, সাজানো বা স্ক্রিপ্টেড ভিডিও। ইনস্টাগ্রাম পোস্টটির স্ক্রিনশট দেখুন--



 ইনস্টাগ্রাম পোস্টটি দেখুন--


সাজানো ভিডিওটি স্টান্ট দল ক্যাম্পাস ইউনিভার্স ক্যাসকেডসের সদস্যরাই তৈরি করেছেন। দলটির কাজের উদ্দেশ্যই হল বাস্তবের মত ভিডিও তৈরি করা। এদিকে, ভিডিওটির অপব্যবহার করা হচ্ছে বলে বুম লাইভ'কে জানান স্টান্ট দলটির প্রতিষ্ঠাতা লুকাস ডোলফাস।  

অর্থাৎ এটি একটি সাজানো বা স্ক্রিপ্টেড ভিডিও।

সুতরাং প্রচারের উদ্দেশ্যে ফ্রান্সের স্টান্ট দলের সাজানো মারামারির একটি ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories