HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

দ্য ওয়াশিংটন পোস্টের নামে প্রচারিত প্রতিবেদনটি ভুয়া

বুম বাংলাদেশ দেখেছে, ওয়াশিংটন পোস্টের লোগো যুক্ত প্রচারিত ছবিটি ভুয়া বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির পিআর ডিপার্টমেন্ট।

By - Tausif Akbar | 25 Oct 2024 8:56 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হয়েছে; সেনাবাহিনীর প্রধান-সহ বেশ কয়েকজন অফিসারকে বরখাস্তের পরিকল্পনার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৪ অক্টোবর ‘Kabir Chowdhury Tanmoy’ নামের একটি পেজ থেকে ছবিটি যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডে উল্লেখ করা হয়, "মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, সেনাবাহিনীর প্রধান-সহ মোট ৬৭ জন সিনিয়র অফিসার ৩৮৭২ জন জুনিয়র অফিসারকে বরখাস্ত করার নীল নকশা ব্যর্থ হয়ে গেছে। তথ্য সূত্র। ওয়াশিংটন পোস্টের সিনিয়র সাংবাদিক জেকি এলেম্যানির প্রতিবেদন।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের লোগো যুক্ত প্রতিবেদনের ছবিটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের দাবি করে প্রচারিত ছবিটি ভুয়া বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির পিআর ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে সার্চ করে এ সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

এছাড়া, আলোচ্য ছবিতে উল্লেখ রয়েছে প্রতিবেদনটি ওয়াশিংটন পোস্টে গত ২১ অক্টোবর প্রকাশিত হয়েছে। এর ভিত্তিতে গত ২১ অক্টোবর প্রকাশিত পত্রিকাটির সব প্রতিবেদন অনলাইনে ঘেঁটে দেখা যায়, আলোচ্য সংবাদের মত কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

পরবর্তীতে ওয়াশিংটন পোস্টের ফ্যাক্ট-চেকার গ্লেন কেসলার এর কাছে ছবিটি পাঠিয়ে জানতে চাইলে তিনি বুম বাংলাদেশকে জানান, ছবির প্রতিবেদনে যার বাইলাইন (প্রতিবেদকের নাম) দেওয়া হয়েছে তিনি মূলত 'US Congress' এর বিষয় কাভার করেন। এছাড়াও তাঁর বাইলনাইন আলোচ্য ছবিতে দেওয়া হয়েছে 'Jackie Alemany', তবে তিনি মূলত 'Jacqueline Alemany' বাইলাইনে লেখেন। অর্থাৎ আলোচ্য প্রতিবেদনে উল্লিখিত প্রতিবেদকের নামের বানানের সাথে ওয়াশিংটন পোস্টের প্রকৃত প্রতিবেদকের নামের বানানে অসামঞ্জস্যতা রয়েছে।

ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে 'Jacqueline Alemany' এর প্রোফাইলেও তাঁর লেখা প্রতিবেদনগুলোতে এ সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। বরং তাঁর অন্যান্য প্রতিবেদনগুলোতে দেখা যায় তিনি বাইলাইনে 'Jacqueline Alemany' লিখে থাকেন।

এদিকে ওয়াশিংটন পোস্টের পিআর ডিপার্টমেন্টের কাছে জানতে চাইলে তাদের স্পোকসপার্সন 'Jenna Lief' বুম বাংলাদেশকে জানিয়েছেন, আলোচ্য ছবিটি (প্রতিবেদন) ভুয়া। এছাড়াও তিনি ওয়াশিংটন পোস্টের পিআর ডিপার্টমেন্টের 'Washington Post PR' একটি স্টেটমেন্টের এক্স (সাবেক টুইটার) লিংক পাঠিয়েছেন। দেখুন--


পিআর ডিপার্টমেন্টের স্টেটমেন্টের এক্স পোস্টে আলোচ্য ছবিটির বিষয়ে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের দাবি করে প্রচারিত ছবিটি ভুয়া। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের দাবি করে প্রচারিত ছবিটি ভুয়া। ওয়াশিংটন পোস্ট এ সংক্রান্ত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

সুতরাং সামাজিক মাধ্যমে ওয়াশিংটন পোস্টের লোগো যুক্ত করে একটি ভুয়া প্রতিবেদন প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

The Washington Post is known for political analysis and liberal editorial stance.

Tags:

Related Stories