HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে কালীদেবীর চিত্র প্রদর্শন দীপাবলি উপলক্ষে নয়

২০১৫ সালে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতা তৈরিতে দেবী কালীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়।

By - Ummay Ammara Eva | 6 Nov 2022 4:32 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, দীপাবলি উপলক্ষে নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে দেবী কালীর প্রতিকৃতি আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ২৪ অক্টোবর 'Shipan Majumder' নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং'এ দীপাবলি উপলক্ষে মা কালীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে আলোক সজ্জায়💛🌺 দীপাবলির আলোয় আজ আলোকিত পশ্চিমা বিশ্ব,,এটি সনাতনী হিসেবে আমাদের জন্য যথেষ্ট গর্বের🌺💛"। স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সম্প্রতি নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে দীপাবলি উপলক্ষে মা কালীর প্রতিকৃতি ফুটিয়ে তোলার দাবিটি সঠিক নয়। ২০১৫ সালের আগস্টে বিপন্ন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে দেবী কালীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছিল। 

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০১৫ সালের ১২ আগস্ট করা ওই পোস্ট থেকে জানা যায়, বিপন্ন প্রাণীদের রক্ষার্থে "Projecting Change" নামের একটি লাইট আর্টওয়ার্কের অংশ হিসেবে আইকনিক ওই ভবনে দেবী কালীর প্রতিমূর্তি ফুটিয়ে তোলা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

লাইট আর্টওয়ার্কটি সম্পর্কে জানতে সার্চ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের পরিচালিত ইন্ডিয়ান ইগল নামে একটি ওয়েবসাইটে  'Why Goddess Kali on New York City's Empire State Building' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, The artwork exhibition "Projecting Change" on New York City's Empire State Building is an attention-grabbing visual medium to highlight conversation of endangered animals as a pressing need of the hour. বিপন্ন প্রাণীদের নিয়ে এই কঠিন সময়ে আলোচনাকে গুরুত্ব প্রদানের জন্য নিউইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিং-এ আর্টওয়ার্ক প্রদর্শনী "প্রজেক্টিং চেঞ্জ"কে একটি আকর্ষণীয় ভিজ্যুয়াল মাধ্যম হিসাবে তুলে ধরা হয়েছে। আমেরিকান আর্টিস্ট এন্দ্রোয়েড জোন্স ওই আর্টওয়ার্কটি তৈরি করেন। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

এদিকে প্রদর্শনীটির সময়কাল সম্পর্কে নিশ্চিত হতে সার্চ করে ২০১৫ সালের ১০ আগস্ট 'genpie.com' নামে একটি ওয়েবসাইটে 'Goddess Kali Glows on the Empire State Building in New York' শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন---

প্রতিবেদনটি দেখুন এখানে

অর্থ্যাৎ বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে প্রাণী ও প্রকৃতি রক্ষার প্রতীক হিসেবে ২০১৫ সালে নিউইয়র্কের এম্পায়ার বিল্ডিংয়ে দেবী কালীর প্রতিমূর্তি ফুটিয়ে তোলার ঘটনাকে সাম্প্রতিক দীপাবলি উৎসব উপলক্ষে তৈরি বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories