HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

দুই লেজবিশিষ্ট মাছের ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, একটি সাধারণ মাছের ছবিকে ফটোশপের মাধ্যমে সম্পাদনা করেন একজন ব্রাজিলিয়ান ফটোশপ এডিটর।

By - Ummay Ammara Eva | 6 Nov 2022 11:17 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি মাছের ছবি পোস্ট করা হচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে মাছটির দুই দিকে দুটি লেজ এবং মাঝখানে দুই চোখ। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২৭ অক্টোবর 'Eyashin Arafat Bignasman' নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, ''সুবাহানআল্লাহ ------ আল্লাহ অসীম কুদরত। প্রথম দেখলাম এমন মাছ। শেয়ের করে অন্যদের দেখার সুযোক করে দিন''। স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দুই লেজ বিশিষ্ট মাছের ছবিটি বাস্তব নয় বরং এডিটেড। তুরস্কে তোলা একটি মাছের ছবিকে ফটোশপে এডিট করে দুই লেজবিশিষ্ট মাছে রূপ দেন ব্রাজিলিয়ান এক ফটোশপ এডিটর।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন ফটোস্টকার সাইট পিন্টারেস্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনেই উল্লেখ করা হয়েছে এডিটের আগে মাছটির মূল ছবিটি ডানে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

দুই লেজবিশিষ্ট মাছের খোঁজে আরো সার্চ করে ব্লগসাইট techmediatainment.blogspot.com-এ 'Lying clickbait: Outrageous aircraft, freaky fish and other Photoshop fails' শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটি সম্পর্কে ওই আর্টিকেলে জানানো হয়, Maj-Britt Hoiaas Lassen নামের এক ব্যক্তি মূল ছবিটি তোলেন। পরে ফটোশপের মাধ্যমে মাছটির একটি বিবর্তিত চেহারা দেখানো হয়েছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

উপরের ব্লগটির সূত্র ধরে অনলাইন ফটোস্টকার সাইট www.freeimages.com-এ 'Fish free photo by dkmhl' শিরোনামে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে ইংরেজিতে লেখা, তুরস্কে এই ছোট মাছটি ধরা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

ছবিটি দেখুন এখানে

আরো সার্চ করে ডিজাইন ক্রাউড নামে একটি ওয়েবসাইটে 'Photoshop Submission for 'Mutations 3' Contest | Design 8973217' শিরোনামের একটি নিবন্ধে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধ থেকে জানা যায়, ২০০৮ সালের ২৭ জুলাই Quartarolo নামে ব্রাজিলের এক ব্যক্তি অস্ট্রেলিয়ার ব্যবসা প্রতিষ্ঠান DesignCrowd -এর জন্য ''Mutations 3' নামে ওই ফটোশপড ইমেজটি তৈরি করেন। স্ক্রিনশট দেখুন--  

ছবিটি দেখুন এখানে

অর্থ্যাৎ তুরস্কে তোলা একটি মাছের ছবিকে ফটোশপের মাধ্যমে দুই লেজবিশিষ্ট মাছ হিসেবে তৈরি করা হয় এবং ফটোশপে তৈরি উক্ত ছবিকে বাস্তব মাছের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories