HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কালেমা লিখিত সৌদির পতাকাসহ ফুটবল তৈরির ছবিটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, কালেমা লিখিত সৌদি আরবের পতাকাসহ বিভিন্ন দেশের পতাকার ডিজাইনে ফুটবল তৈরি করার ঘটনাটি ৪ বছর আগের।

By - Ummay Ammara Eva | 30 Nov 2022 6:38 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে কয়েকটি ফুটবলের একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, বিশ্বকাপ ফুটবলের আসরকে সামনে রেখে সৌদিআরব সহ বিভিন্ন দেশের পতাকা খচিত ফুটবল তৈরি করা হয়েছে, যেখানে সৌদির পতাকায় কালেমা লিখিত রয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২২ নভেম্বর '😡Hate illuminati🔺 ইলুমিনাতি🤬দাজ্জাল❌' নামে একটি পাবলিক গ্রুপে 'Mohammad M. Rahman' নামে একটি আইডি থেকে একটি ছবি শেয়ার করে বলা হয়, "কালেমা খচিত ফুটবল এটা মেনে নেয়া যায়না============================বিশ্বকাপ ফুটবলের আসরকে সামনে রেখে হঠাৎ দৃষ্টিগোচর হলো সৌদিআরব সহ বিভিন্ন দেশের পতাকা খচিত ফুটবল প্রদর্শন। যদি প্রদর্শনীর নামে কোথাও ঝুলিয়ে দেয়া হয় তা আমাদের ভাবতে হবে কিন্তু সত্যিকার ফুটবল বানিয়ে বাজারে ছাড়া হবে আর খেলোয়াড়রা আমাদের কালেমাকে লাত্থি মেরে প্রমোদ করবে তা মেনে নেয়া যায়না। বরং এই ক্ষমার অযোগ্য বেয়াদপি মুসলমানদের কলিজা আর অন্তরে অংগ্নিস্ফুলিংগ দাউ দাউ করে জলবে। আমার মালিক আমার মনিব আমার সৃষ্টিকর্তার তৌহিদি পতাকা পায়ে লাগানোর কেউ যেনো দুঃসাহস না করে সেই জন্য খেলনাস্থলে যেনো এটা মাঠে গড়াতে না পারে সেই জন্য সবার দৃষ্টি আকর্ষ করছি। কেউ যদি এমন নোংরা খেলার প্রস্তুতী নেয় তাদেরকে প্রতিহত করার আহবান জানাই।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বিশ্বকাপ ফুটবলের আসরকে সামনে রেখে কালেমা লিখিত সৌদি আরবের পতাকাসহ বিভিন্ন দেশের পতাকা দিয়ে ডিজাইন করে ফুটবল তৈরি ও প্রদর্শনের ঘটনাটি সাম্প্রতিক নয়। কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের নয় বরং এই ডিজাইনের ফুটবল ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ চলাকালে তৈরি করা হয়।

কি-ওয়ার্ড সার্চ করে 'dumsk.com' নামে রাশিয়াভিত্তিক একটি ওয়েবসাইটে ২০১৮ সালের ২০ জুন 'FIFA accused of defiling the name of Allah' (অনূদিত) শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "Muslims have expressed concern over the imprint of Saudi Arabian flags on soccer balls and have written widely on social media about the need to remove the flags with the Arab formula of monotheism, IslamNews reports citing Siasat. On one of the faces of the new FIFA soccer balls, the flag of Saudi Arabia is imprinted in the form of a hexagon." (মুসলিমরা সকার বলের উপর সৌদি আরবের পতাকার ছাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং একেশ্বরবাদের আরব ফর্মুলা দিয়ে পতাকা অপসারণের প্রয়োজনীয়তা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে লেখালেখি করেছেন, ইসলামনিউজ এ ঘটনায় সিয়াসাতের বরাত দিয়ে প্রতিবেদন করেছে। নতুন ফিফা সকার বলের একটি দিকে সৌদি আরবের পতাকা একটি ষড়ভুজ আকারে অঙ্কিত)। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

আবার, কি-ওয়ার্ড সার্চ করে ২০১৮ সালের ১৪ জুন 'আমাদের সিলেট' নামে একটি ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে নিম্নোক্ত ক্যাপশনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়, ""লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলাল্লাহ (সা.)"—- এই পবিত্র বাক্যের স্থান প্রত্যেক মুসলমানের হৃদয়ে।সৌদি আরবের পতাকায় এই বাক্য লেখা থাকায় কোনদিন তা অর্ধনমিত পর্যন্ত করা হয় না। ফুটবলে এই পবিত্র বাক্যের স্থান হতেই পারে না। হয়তো বলবেন,এটা 'সুভ্যেনিয়ার' হিসাবে ব্যবহৃত হবে অথবা অন্য দেশের পতাকার সাথে নিয়ম মেনে রাখা হইছে কিংবা ফুটবল বিশ্বকাপে খেলতে হলে এটা মানতে হবে। আমি বা আমরা মুসলমানরা বলব,খেলাধূলার বস্তুতে কিংবা পা দিয়ে যে ফুটবল খেলা হয় তাতে এই কালেমা লেখা বেমানান এবং অপমানজনক।এটা সারা বিশ্বের মুসলমানের ধর্মীয় বিশ্বাস নিয়ে খেলা করার শামিল। আপনারা চাইলে ঐ অংশটা সবুজ করে দিতে পারতেন বা KSA লিখতে পারতেন অথবা আরবী হরফে 'সৌদি আরব' লিখতে পারতেন কিংবা অন্য কোনকিছু করতে পারতেন। এর আগে কোন বিশ্বকাপে এরকম পদক্ষেপ তো নেয়া হয়নি,তবে এবার কেন ? মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে,এমন (কৌশলী) পদক্ষেপ নিতে কে বা কারা আপনাদের উৎসাহিত করে ? এরূপ ঘৃণ্য কাজে সৌদি সরকারের যদি অনুমতি থাকেও,আমরা সাধারণ মুসলমানরা এর বিরোধীতা করছি এবং করব। কারণ, পবিত্র কালেমা শুধু সৌদি সরকারের নয়, বরং সারা বিশ্বের মুসলমানের। আর বর্তমান সৌদি সরকারের আমেরিকা-ইসরাঈল প্রীতির কথা কে না জানে। অবিলম্বে এই ন্যাক্কারজনক,ঘৃণ্য কাজের জন্য ফিফা (FIFA) এবং ফুটবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্ষমা প্রার্থনা করুন আর এই ফুটবলের বিক্রয়-বিপণন-প্রচার বন্ধ করুন।" ফেসবুক পোস্টটি দেখুন---

Full View

এছাড়াও, টুইটারেও ওই একই সময়কালে অর্থ্যাৎ ২০১৮ সালের ১৩ জুন একটি টুইটার পোস্ট খুঁজে পাওয়া যায় যেখানে লেখা, "I strongly condemn the printing of Saudi Arabia flag on football because it contain "KALMA TAYYABA".All the Muslims should raise their voice against this Anti-Islam move. It hurts the feeling of Muslims. #ClassicFootball" টুইটার পোস্টটি দেখুন--

এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে 'change.org' নামে একটি ওয়েবসাইটে একটি পিটিশন খুঁজে পাওয়া যায়। 'Removal of Saudi Flag or Kalima from Fifa Merchandise explicitly football and footwear' শিরোনামে ওই পিটিশনটি 'A Khan' নামে এক ব্যক্তি শুরু করেছিলেন ৪ বছর আগে যা কমেন্ট সেকশন থেকে বোঝা যায়। স্ক্রিনশট দেখুন--

পেটিশনের বিস্তারিত দেখুন এখানে

এছাড়াও, অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট এলামি এবং কেনাবেচার ওয়েবসাইট আমাজনে ২০১৮ সালের জুন মাসে পোস্ট করা ফুটবলের ছবি ও পোস্ট খুঁজে পাওয়া যায়।

অর্থ্যাৎ ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ চলাকালে ফিফার তৈরি করা সৌদি আরবের কালেমাখচিত পতাকার ছবি সম্বলিত ফুটবলের ছবিকে নতুন করে ২০২২ সালের কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি বলে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories