HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কক্সবাজার রেলওয়ে স্টেশনের ডিজিটাল ডিজাইনের ছবিকে বাস্তব বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, এটি নির্মাণাধীন কক্সবাজার রেলওয়ে স্টেশনের সম্ভাব্য কাঠামোর চিত্র, যার ডিজিটাল ডিজাইন প্রকাশ করা হয়েছিল।

By - Ummay Ammara Eva | 31 Oct 2022 7:52 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটি বাংলাদেশের কক্সবাজার রেলওয়ে স্টেশনের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২২ অক্টোবর 'Mohona's Creations' নামে একটি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "ইউরোপ আমেরিকা নয় এটি বাংলাদেশের কক্সবাজার রেলওয়ে স্টেশন 😍😍"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল ছবিটি বাংলাদেশ রেলওয়ের রেল প্রকল্পের অংশ হিসেবে নির্মাণাধীন কক্সবাজার রেলস্টেশনের ডিজিটাল ডিজাইনের ছবি। অর্থাৎ এটি বাস্তব ছবি নয়।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'volumezeroltd.com' নামে একটি ডিজিটাল স্থাপত্য ডিজাইনিং প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আলোচ্য ছবিটির একটি ভিন্ন দিক থেকে তোলা ছবি খুঁজে পাওয়া যায়। ওই ছবিটির Design নামে একটি অংশে বলা হয়েছে, 'The structural system will be like a skeleton and will be enjoyed from within the station.' (স্টেশনটির ধরণ হবে একটি কঙ্কালের মতন এবং স্টেশনের ভিতরে থেকেই সেই দৃশ্য উপভোগ করা যাবে।) অর্থ্যাৎ নির্মাণ পরবর্তীকালে স্টেশনটি দেখতে কেমন হবে সেই বর্ণনা দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন স্থাপত্যের ডিজিটাল ডিজাইন তৈরি করে থাকে। কক্সবাজার রেলওয়ে স্টেশনটির নির্মাণ ডিজাইন তারাই তৈরি করেছিল। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

এছাড়াও, ওই ওয়েবসাইটে থাকা আরেকটি ছবির সাথে আলোচ্য ছবিটির হুবহু মিল রয়েছে। ছবিটির স্ক্রিনশট দেখুন--


এবারে আলোচ্য ছবি ও ওয়েবসাইটে প্রাপ্ত ছবি দুটির মধ্যে তুলনা দেখুন--


এদিকে, কক্সবাজার রেলস্টেশন নির্মাণের বর্তমান অবস্থা জানতে সার্চ করে বেসরকারী টেলিভিশন চ্যানেল 'ATN News' এর ইউটিউব চ্যানেলে 'ঢাকা কক্সবাজার দ্রুত গতির ট্রেন কাজ কতদূর? Dhaka–Chittagong High-Speed Railway | ATN News' শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ৪৫ সেকেন্ডে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান, ২০২৩ সালের মধ্যে রেলপথ প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হতে পারে। অর্থ্যাৎ কক্সবাজার রেলস্টেশনটি এখনো উদ্বোধন করা হয়নি। এছাড়াও, গণমাধ্যমেও কক্সবাজার রেলস্টেশন উদ্বোধনের কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

উল্লেখ্য পর্যটন নগরী কক্সবাজারকে রেল নেটওয়ার্কের আওতায় আনার জন্য চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ প্রকল্পের আওতায় কক্সবাজারে রেলস্টেশন নির্মাণকাজ চলছে। কক্সবাজারে তৈরি করা হচ্ছে ঝিনুকাকৃতির রেলস্টেশন। তবে প্রকল্পের অধীন কোনো স্থাপনাই এখনো উদ্বোধন করা হয়নি।

অর্থাৎ নির্মাণাধীন কক্সবাজার রেলস্টেশনের ডিজিটাল ডিজাইনের ছবিকে বাস্তব ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories