HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি নির্মাণাধীন তাজমহলের নয় বরং এআই প্রযুক্তিতে তৈরি

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

By - Tausif Akbar | 27 Jun 2024 8:06 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, এটি ভারতের আগ্রায় তাজ মহলের নির্মাণ কাজ চলাকালে ধারণ করা ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এখানে

গত ৬ জুন 'Aziz Chy' নামের অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "পৃথিবীর সপ্তম আচ'যের একটি তাজ মহল। ১৬৩২ সালে তাজ মহলের নিমা'ন কাজ চলা কালীন সময়ের নকশাঁ"। ছবিটির উপরে লেখা থাকতে দেখা যায়, "১৬৩২ সালে তাজ মহলের নির্মাণ কাজ চলা কালীন সময়ের ছবি"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ছবিটি বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম 'হিন্দুস্তান টাইমস'-এ ২০২৩ সালের ৯ এপ্রিল "Artist uses AI to create historical images of Taj Mahal’s construction....." শিরোনামে আলোচ্য ছবিটি সহ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

আলোচ্য ছবিটি সহ একই জাতীয় আরো কয়েকটি ছবির বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, jyo_john_mulloor ইউজারনেম এর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাজমহলের নির্মাণকালের দৃশ্য কল্পনা করে এআই প্রযুক্তি দ্বারা সেরকম ছবি তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



প্রতিবেদনটিতে ইনস্টাগ্রাম পোস্টের লিংকটিও এম্বেড করে দেওয়া হয়েছে। jyo_john_mulloor তাঁর ইনস্টাগ্রাম পোস্টটিতে (২০২৩ সালের ৪ এপ্রিল) তিনি আলোচ্য ছবিটি সহ পোস্টে যুক্ত সবগুলো ছবি এআই প্রযুক্তির টুলস 'মিডজার্নি' ব্যবহার করে তৈরি করেছেন বলে উল্লেখ করেছেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



এছাড়া ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১৬৩২ সালে তাজমহলের নির্মাণকাজ শুরু হয়ে ১৬৪৮ সালে শেষ হয়। অন্যদিকে 'ওয়ার্ল্ড এটলাস' এর তথ্য অনুযায়ী প্রথম ক্যামেরার ডিজাইন তৈরি করা হয় তাজমহল নির্মাণেরও বেশ কয়েক বছর পরে ১৬৮৫ সালে। আর 'ইউএসএ টুডে' এর প্রতিবেদন অনুযায়ী প্রথম ক্যামেরা আবিষ্কার হয় তার বহু পরে ১৮১৬ সালে। সুতরাং ক্যামেরায় তাজমহলের নির্মাণকালের ছবি তোলা সম্ভব নয়।

অর্থাৎ তাজমহলের নির্মাণকালে তোলা বলে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং এআই নির্মিত ছবিকে বাস্তব ছবি হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories