সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেলে পড়া ভবনের ছবি পোস্ট করে বলা হচ্ছে, গত ২৩ এপ্রিল মঙ্গলবার তাইওয়ানে ঘটা ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি এটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৩ এপ্রিল বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভি এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে হেলে পড়া একটি ছবি যুক্ত ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "তাইওয়ানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ৮০ বারের বেশি..."। ওই ফটোকার্ডে লেখা রয়েছে, "কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
আলোচ্য ছবি যুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে আরটিভি ও ডেইলি মেসেঞ্জার।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি গত ২৩ এপ্রিল মঙ্গলবার তাইওয়ানে ঘটা ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নয় বরং এটি গত ৩ এপ্রিল তাইওয়ানে ঘটা আরেকটি ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবি।
আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম 'আরব নিউজ'-এ গত ৩ এপ্রিল "Taiwan’s strongest earthquake in 25 years kills 9 people, 50 missing" শিরোনামে আলোচ্য ছবিসহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানের সবচেয়ে বড় ভূমিকম্পে বুধবার (৩ এপ্রিল) নয় জন নিহত এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছে (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম 'ভয়েস অব আমেরিকার' এর 'লানিং ইংলিশ' এর ওয়েবসাইটে গত ৫ এপ্রিল "Taiwan Is Prepared to Deal with Earthquakes" শিরোনামে আলোচ্য ছবি সহ প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, একটি ভিডিও ফুটেজ থেকে নেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে গত ৩ এপ্রিল বুধবার পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েনে একটি ভবন হেলে পড়েছে (অনূদিত ও সংক্ষেপিত)। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি গত ৩ এপ্রিল তাইওয়ানে ঘটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনের, গত ২৩ এপ্রিল মঙ্গলবারের ভূমিকম্পের নয়।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে তাইওয়ানে ঘটা পুরোনো ভুমিকম্পের ছবি গত মঙ্গলবারের ভুমিকম্পের খবরের সাথে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।