HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি কোনো রাজনৈতিক সমাবেশে যোগদানের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ২০২০ সালে বিশ্ব ইজতেমার সময়ে ঢাকার অদূরে টঙ্গী থেকে ধারণ করেছিলেন চিত্রগ্রাহক রায়হান আহমেদ।

By - Md Abdullah Khan | 23 Oct 2022 12:14 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি সম্প্রতি খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ডাকা সমাবেশে যোগদানের লক্ষ্যে সমাবেশমুখী মানুষের ঢলের ছবি। ছবিটিতে বিপুল সংখ্যক মানুষকে ট্রেনে ভ্রমণ করতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২১ অক্টোবর 'A K Saha Nayan' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "খুলনা অভিমুখে জনতার সুনামি ধেঁয়ে আসছে যেন এক অভূতপূর্ব দৃশ্য। জল-স্থল-আকাশসহ সকল পথ বন্ধ করে দিয়েও মানুষের জনস্রোত ঠেকানো যায় না তাঁর দৃষ্টান্ত খুলনা অভিমুখে যাত্রা করা জনতার বাঁধ ভাঙা ঢল। আগামীকালের গণসমাবেশে এই ভোট চোর অবৈধ আওয়ামী লীগ সরকারের জন্য ১০ নম্বর দূরবর্তী মহাবিপদ সংকেত হিসেবে দেখা দেবে। একই সঙ্গে তৈরি হবে নতুন ইতিহাস। তাই সমস্বরে বলুন টেক বেক বাংলাদেশ।" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

অর্থাৎ দাবি করা হচ্ছে এটি খুলনায় বিএনপির সমাবেশে যোগদান করার জন্য সমাবেশমুখী মানুষের স্রোতের ছবি।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ছবিটি দুই বছর পুরোনো, রায়হান আহমেদ নামের এক ফটোগ্রাফার ছবিটি ঢাকার পার্শ্ববর্তী টঙ্গী থেকে ধারণ করেছিলেন।

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে, 'Smithsonian' ম্যাগাজিনে 'Massive gathering on a local train' শিরোনামে খুঁজে পাওয়া যায়, যা ২০২১ সালের নভেম্বর মাসে আপলোড করা হয়। ম্যাগাজিনটিতে ছবির বিবরণে বলা হয়, ছবিটি রায়হান আহমেদ নামের একজন ফটোগ্রাফার ২০২০ সালের জানুয়ারি মাসে ধারণ করেছেন। স্ক্রিনশট দেখুন--

ছবিটি দেখুন এখানে

সার্চ করার পর, ছবিটি North America Photography Association in United Nations (napa)-এর ওয়েবসাইটেও খুঁজে পাওয়া গেছে। নাপা'র ওয়েবসাইটে পোস্ট করা ছবির বিবরণে উল্লেখ করা হয়েছে, টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সময় ২০২০ সালের জানুয়ারি মাসে টঙ্গী থেকে ফটোগ্রাফার রায়হান আহমেদ ছবিটি ধারণ করেছেন। স্ক্রিনশট দেখুন--

ছবিটি দেখুন এখানে

এছাড়াও ছবিটি একাধিক ফটো এজেন্সির ওয়েবসাইটেও খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ ছবিটি খুলনায় বিএনপির সমাবেশের যোগদানের নয় বরং দুই বছর পুরোনো টঙ্গীর বিশ্ব ইজতেমার সময়ে তোলা।

সুতরাং দুই বছর পুরোনো ভিন্ন ঘটনার একটি ছবিকে সাম্প্রতিক ও বিএনপির সমাবেশে যোগদানের বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Related Stories