সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে একটি অদ্ভুত প্রাণী ধরা পড়েছে। ভিডিওতে অদ্ভুত একটি প্রাণীকে দেখা যায়, যার উপরিভাগের অবয়ব মানুষের মত দেখতে হলেও নিচের অংশে মাছের লেজের মত একটি লেজ রয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৭ জুন 'ML Lima' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিও ফুটেজটি শেয়ার করে লেখা হয়েছে, "পদ্মা নদীতে জেলের জালে দরা পরলো এক অদ্ভুত প্রাণী"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ছবিতে দেখতে পাওয়া বস্তুটি মূলত সিলিকন দিয়ে তৈরি একটি পুতুল।
কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে, “Smooth-On en Español” নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ১৯ মার্চ ২০২৩ পোস্ট করা হয়েছে। স্প্যানিশ ভাষায় লেখা ক্যাপশনে, সিলিকন দিয়ে প্রস্তুতকৃত এই পুতুলটি তৈরির জন্য ‘dmitry.arts’ কে ধন্যবাদ জানানো হয়।
সার্চ করার পর, ‘dmitry.arts’ একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মূল ভিডিওটিই খুঁজে পাওয়া যায়, যা ১ ডিসেম্বর ২০২২ পোস্ট করা হয়েছে। ইন্সটা পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে 'New MerBaby (collectible Doll ) available for orders ( send me message for order)' এবং হ্যাশট্যাগে পুতুলটি সিলিকন দিয়ে তৈরি বলেও উল্লেখ করা হয়েছে।
‘dmitry.arts’ ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এই পুতুলটির একাধিক শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ ভিডিওটি বাস্তব কোনো প্রাণীর নয় বরং এটি সিলিকন দিয়ে তৈরি একটি পুতুলের।
সুতরাং সিলিকন দিয়ে তৈরি একটি পুতুলের ভিডিও পোস্ট করে পদ্মানদীর জেলেদের জালে ধরা পরা অদ্ভুত প্রাণী বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।