সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি তীব্র দাবদাহে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে এক ফেরিওয়ালার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। ইনস্টাগ্রামে প্রচারিত এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১ মে 'Mh Arafat Bhuiyan' নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "আহা পুরুষ। আহা জীবন। তীব্র তাপদাহে হিট স্ট্রোকে মৃত্যু"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ছবিটি সম্প্রতি দেশব্যাপী শুরু হওয়া তীব্র দাবদাহে হিট স্ট্রোকে মারা যাওয়া কোনো ব্যক্তির নয় বরং ২০১৯ সালে লক্ষ্মীপুরের রায়পুরে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যাওয়া একজন ফেরিওয়ালার।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে দৈনিক 'আমার সংবাদ' এর অনলাইন সংস্করণে ২০১৯ সালের ৩০ মে "রায়পুরে বিদ্যুতের তার মাটিতে, প্রাণ গেল ফেরিওয়ালার" শিরোনামে আলোচ্য ছবির অনুরূপ ছবি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুরের রায়পুরে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। মৃত কামাল হোসেন কুমিল্লার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের আব্দুস সালামের ছেলে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে প্রকাশিত আলোচ্য ছবি (বামে) এবং গণমাধ্যমে পাওয়া ছবির (ডানে) পাশাপাশি তুলনামূলক মিল দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম 'যমুনা টেলিভিশন' এর অনলাইন সংস্করণে এবং অনলাইন সংবাদ মাধ্যম 'ডেইলি বাংলাদেশ'-এ আলোচ্য ঘটনায় অনুরূপ ছবি ব্যবহার করে ২০১৯ সালে প্রকাশিত দুটি প্রতিবেদন পাওয়া যায়।
অর্থাৎ এটি ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া এক ফেরিওয়ালার ছবি।
সুতরাং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া এক ব্যক্তির ৫ বছর আগের ছবি দিয়ে সম্প্রতি তিনি তীব্র গরমে হিট স্ট্রোকে মারা গেছেন বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।