HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি একাত্তরে মুক্তিযুদ্ধের নয় বরং ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের

বুম বাংলাদেশে দেখেছে, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের এই ছবিকে একাত্তরে মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণের বলে প্রচার করা হচ্ছে।

By - Mamun Abdullah | 31 March 2025 2:13 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে অস্ত্রহাতে একদল নারীর একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১৪ মার্চ ‘আওয়ামী লীগ টঙ্গী পাড়া’ নামক আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “নারী দিবসের শুভেচ্ছা। মুক্তিযুদ্ধে নারী।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ দাবি করা হচ্ছে, উক্ত ছবিটি একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণের ছবি।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ছবিটি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের নয় বরং এটি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় নারীদের প্রশিক্ষণের ছবি।

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে “Today in History, Oct. 28” শিরোনামে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘The Register-Guard’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০১৯ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত একটি ছবির সাথে ফেসবুকে প্রচারিত ছবিটির সঙ্গে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ওই বছরের ২৮ অক্টোবর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা শহরে গৃহিণী ও কলেজ শিক্ষার্থীসহ নারীরা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে রাইফেল শ্যুটিং অনুশীলন করে। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান সংঘাতের সময় শুরু হওয়া এই দেশব্যাপী অভিযানে সকল নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। ছবিটি আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি থেকে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “Photos: Today in History, Oct. 28” শিরোনামে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘Savannah Morning News’ এর ওয়েবসাইটে একই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২০ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটিরও মিল পাওয়া যায়। এখানেও ছবিটির ক্যাপশনে এটি ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের বলে বর্ণনা করা হয়। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ ভাইরাল ছবিটি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের নয় বরং এটি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে নারীদের প্রশিক্ষণের।

সুতরাং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধকালীন প্রশিক্ষণের ছবিকে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর। 

Related Stories