HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি চেলসি বনাম চার্লটনের মধ্যকার ম্যাচের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ১৯৩৭ সালে চেলসি-চার্লটন ম্যাচের নয় বরং ১৯৫৪ সালের আর্সেনাল ও অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচের।

By - Mamun Abdullah | 30 Jan 2024 11:02 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে ফুটবল ম্যাচের গোলকিপারের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি ১৯৩৭ সালে চেলসি ও চার্লটনের মধ্যকার ম্যাচের। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৪ জানুয়ারি 'Marzuk Russell' নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের। ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা প'রি'ত্য'ক্ত ঘোষণা...। জীবনটাও এমনি এক খেলার মাঠ। যেখানে সময় দিয়ে, সা'ম'র্থ্য দিয়ে যাদের ডিফেন্ড করা প্রয়োজন হয়ে দাঁড়ায়- সামান্য কুয়াশার প'রি'স্থি'তি'তে তারাই এভাবে সব কিছু ভু*লে চলে যায়।" পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক: 

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ছবিটি ১৯৩৭ সালে চেলসি ও চার্লটনের মধ্যকার ম্যাচের নয় বরং ১৯৫৪ সালের আর্সেনাল ও অ্যাস্টন ভিলার মধ্যকার একটি ম্যাচের। যেটি বৈরি আবহাওয়ার কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছিল।

ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে স্টক ফটোর ওয়েবসাইট 'gettyimages' এ "Soccer - League Division One - Arsenal v Aston Villa - Highbury" শিরোনামে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। সাইটটিতে ছবির বর্ণনায় উল্লেখ করা হয়, আর্সেনাল গোলরক্ষক জ্যাক কেলসি কুয়াশার মধ্যে তাকিয়ে আছেন এবং গোলপোস্টের দিকে আসা বলের অপেক্ষা করছেন। কুয়াশা এত ঘন ছিল যে খেলাটি শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। গেটি ইমেজে প্রকাশিত ছবিটির স্ক্রিনশট দেখুন-- 


প্রাপ্ত তথ্য অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ করে যুক্তরাজ্যের ফুটবলভিত্তিক ওয়েবসাইট 'fourfourtwo' এর সাইটে প্রকাশিত "The world's greatest ground? A photographic centenary celebration of Highbury" শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "২ জানুয়ারী ১৯৫৪ সালে আর্সেনাল এবং অ্যাস্টন ভিলার মধ্যে একটি ম্যাচ আয়োজন করা হয়। কিন্তু মাঠ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়লে গোলরক্ষক জ্যাক কেলসি কিছুই দেখতে পারছিলেন না। শেষ পর্যন্ত খেলাটি স্থগিত করা হয়।" প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন-- 



এবারে এই প্রতিবেদন থেকে নেয়া আর্সেনাল ও অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচের ছবির (বামে) ও ফেসবুকে প্রচারিত আলোচ্য ছবিটি (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--



অর্থাৎ ছবিটি ১৯৩৭ সালে চেলসি ও চার্লটনের মধ্যকার ম্যাচের নয় বরং ১৯৫৪ সালে আর্সেনাল বনাম অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচের। এছাড়া, আলোচ্য পোস্টে বর্ণনা করা গল্পটির সত্যাসত্য যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ।

সুতরাং ১৯৫৪ সালের ভিন্ন একটি ফুটবল ম্যাচের ছবিকে ১৯৩৭ সালে চেলসি ও চার্লটনের মধ্যকার ম্যাচের বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। 

Tags:

Related Stories