HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নেপালের শিশুকে বাংলাদেশি দাবি করে ভুয়া সাহায্যের আবেদন

বুম বাংলাদেশ দেখেছে, নেপালের শিশু শিবাংশুর ছবিকে বাংলাদেশি রুম্মানের দাবি করে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণামূলক।

By - Ummay Ammara Eva | 17 May 2022 11:32 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি অসুস্থ শিশুর একাধিক ছবি দিয়ে দাবি করা হচ্ছে, ছবিগুলো বাংলাদেশের মৌলভীবাজারের রুম্মান নামের এক শিশুর। পাশাপাশি শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানেএখানে এবং এখানে

গত ১৫ই এপ্রিল 'ক্রয়-বিক্রয় অনলাইন বাজার (Buy, Sell & Exchange)' নামের একটি গ্রুপে 'YT Club Bangla' নামের আইডি থেকে একটি পোস্ট করে বলা হয়, "শিশুটির নাম রুম্মান। গ্রাম গিয়াস নগর ইউনিনিয়ন গিয়াসনগর - থানা - সদর- মৌলভীবাজার -জেলা -মৌলভীবাজার"। ওই পোস্টে শিশুটির অসুস্থতার বর্ণনা দিয়ে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়। সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের হিসেব খোলা একটি নম্বরও যুক্ত করা হয়। স্ক্রিনশটে দেখুন বিস্তারিত--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল পোস্টগুলোতে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ছবিগুলো বাংলাদেশের রুম্মানের নয় বরং নেপালের শিবাংশু নামের এক অসুস্থ শিশুর।

রিভার্স ইমেজ সার্চ করে ছবিগুলো দুস্থ অসহায় মানুষের জন্য অর্থ সাহায্য উত্তোলনকারী 'ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম' 'GoFundMe' এর ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া গেছে যা ২০২০ সালের ১১ আগস্ট পোস্ট করা হয়। নেপালের কাঠমান্ডুর বাসিন্দা শিবাংশু অবস্তী নামের নেপালের ওই শিশুটি জন্ম থেকেই লিভারের জটিলতায় আক্রান্ত ছিল এবং ভারতের চেন্নাইয়ের রেলা হাসপাতালে ভর্তি ছিল। তার বাবার নাম মহেশ অবস্তী। পোস্টটি দেখুন--

Full View

GoFundMe-র ওয়েবসাইটে গিয়েও একই ছবি খুঁজে পাওয়া যায় যেখানে শিশুটির রোগ সম্পর্কে বলা হয়েছে 'Hepatic Failure'। স্ক্রিনশট দেখুন--



তবে, GoFundMe-র ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে যে, শিশুটির চিকিৎসার জন্যে অর্থসংগ্রহের কাজ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। 

অর্থ্যাৎ নেপালের শিশু শিবাংশু অবস্তীর ছবিকে বিভ্রান্তিকরভাবে বাংলাদেশের রুম্মানের বলে দাবি করা হচ্ছে। এদিকে ভাইরাল পোস্টে সাহায্য চেয়ে দেয়া বিকাশ নম্বরে যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

সুতরাং নেপালের এক শিশুর ছবি দিয়ে বাংলাদেশের শিশু দাবি করে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।

Tags:

Related Stories