HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিগুলোর সাথে হিন্দু-মুসলিম প্রেমের কোনো সম্পর্ক নেই

বুম বাংলাদেশ দেখেছে, ছবিগুলো ভারতীয় এক অভিনেত্রী প্রেমিকের কাছে নির্যাতিত হওয়ার ঘটনার, যা গণমাধ্যমে প্রকাশিত হয়।

By - Ummay Ammara Eva | 18 April 2023 10:32 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি নারীর কয়েকটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, হিন্দুধর্মাবলম্বী একটি মেয়ে ভালবেসে এক মুসলিম ছেলেকে বিয়ে করার পর, মেয়েটি নির্যাতিত হয়েছে এবং ছবিগুলো সেই ঘটনার। এরকম কয়েকতি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানেএখানে

গত ১৩ এপ্রিল 'আদিত্য চৌধুরী' নামে একটি আইডি থেকে কয়েকটি ছবি পোস্ট করে লেখা হয়, "❌SToP Love Jihad❌ ⚠️যারা মুসলিম ছেলেদের সাথে পিরীতি করেন; এটা তাদের জন্য স্পেশাল Gift😊 🔶এর পরও সতর্ক না হলে কিচ্ছু করার নাই🔶 ♥লাভজিহাদের_পরিণতি: জিহাদী নূরানী আলো জ্বলজ্বল করে জ্বলছে। অংকিতা বিজয় নামে এক সাম‍্যবাদি সেকুলার হিন্দু মেয়ে আব্দুলের প্রেমে পড়ে সব ত‍্যাগ করে জান্নাতী হতে চেয়ে ছিল কিন্তু ঐ আব্দুল ই তাকে জীবিত অবস্থায় নরক দেখিয়ে দিলো।। তার শরীরে জান্নাতের উজ্জ্বল আলো জ্বলজ্বল করে জ্বলছে। যেসব হিন্দু মেয়েরা জান্নাতের আলোয় আলোকিত হওয়ার আশায় আছেন তাদের জন্য পোস্টটি উৎসর্গ করলাম।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিগুলোর সাথে হিন্দু-মুসলিম প্রেমের কোনো সম্পর্ক নেই বরং ছবিগুলো আনিকা বিক্রম নামের ভারতের এক অভিনেত্রীর যিনি তাঁর প্রাক্তন প্রেমিকের কাছে এভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছিলেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়।

ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে চলতি বছরের ৭ মার্চ 'Vishamakaran actor Anicka Vikhraman accuses ex-boyfriend of physical, mental abuse; shares pics of her bruises' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য পোস্টের একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, আনিকা বিক্রম নামে একজন তামিল অভিনেত্রী তাঁর প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাইয়ের বিরুদ্ধে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। তিনি নিজের ফেসবুক একাউন্টে নিজের শরীরের আঘাতের চিহ্নের ছবি পোস্ট করে দাবি করেন, প্রাক্তন প্রেমিক তাঁর উপরে হামলা করেছে। স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে'র ওয়েবসাইটেও গত ৭ মার্চ 'Tamil actress Anicka Vijayi Vikramman says ex-BF mentally and physically tortured her, shares pics of bruised face' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও খুঁজে পাওয়া যায় আলোচ্য ছবিটি। এই প্রতিবেদনেও একই তথ্য উল্লেখ করা হয়। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও রিপাবলিক ওয়ার্ল্ড ডট কম এবং এইসময়েও একই ছবি এবং সংবাদ খুঁজে পাওয়া যায়।

সুতরাং ভারতের এক অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকের কাছে নির্যাতিত হওয়ার ছবিকে হিন্দু-মুসলিম প্রেমের বিয়ে এবং হিন্দু মেয়ের নির্যাতিত হওয়ার ছবি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories