সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের বরাতে বলা হয়েছে, দেশে সংস্কার করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৬ ডিসেম্বর 'Elias Hossain' নামের একটি আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে বলা হয়, "আপনারা কি মানে করেন মতামত জানান।" নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এমনকি ভাইরাল ফটোকার্ড সম্পর্কিত খবর অন্য সংবাদমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে সময় টিভির সাথে যোগাযোগ করা হলে, গণমাধ্যমটি ফটোকার্ডটিকে ভুয়া বলে চিহ্নিত করেছে।
ভাইরাল ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে সময় টিভির লোগো যুক্ত করা হয় এবং প্রকাশের তারিখ হিসেবে ২৫ নভেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়। পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে সময় টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৫ নভেম্বর আলোচ্য ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ২৫ নভেম্বরের আগে বা পরেও এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে সময় টিভির অনলাইন এবং ইউটিউব চ্যানেলেও আলোচ্য ফটোকার্ডের অনুরূপ তথ্যের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও আলোচ্য তথ্যের অনুরূপ কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি সম্পর্কে আরো নিশ্চিত হতে সময় টিভির সাথে যোগাযোগ করা হলে, গণমাধ্যমটির পক্ষ থেকে এটি ভুয়া ফটোকার্ড বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করা হয়।
অর্থাৎ সংস্কার নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের এমন কোনো মন্তব্য সংক্রান্ত কোনো ফটোকার্ড তৈরি করেনি সময় টিভি। এছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এমন কোনো বক্তব্য দিয়েছেন বলে অন্য কোনো গনমাধ্যমেও খবর পাওয়া যায়নি।
সুতরাং ‘সংস্কার করতে ১০ থেকে ১৫ বছর লাগতে পারে, তারপর নির্বাচন’ উপদেষ্টা আসিফ মাহমুদের বরাতে সময় টিভির লোগোযুক্ত যে ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।