সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও পেজে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটি ১৯৪৭ সালে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে ধারণ করা হয়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৯ সেপ্টেম্বর "বর্ণিল রাজশাহী" নামে একটি পেজে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "মায়ার বাঁধন ছিন্ন করে দেশ ছাড়ছে মানুষ। স্থান - রাজশাহী রেল ষ্টেশন (১৯৪৭)"। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি ১৯৪৭ সালে দেশভাগের সময় রাজশাহী রেলস্টেশনে মানুষের দেশ ছাড়ার দৃশ্যের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ক্রিস ওয়াকার নামে একজন চিত্রগ্রাহক ১৯৩০ সালে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে ছবিটি তোলেন।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ছবি ও ভিডিওর অনলাইন সংগ্রহশালা উইকিমিডিয়া কমন্সের ওয়েবসাইটে "File:A train at the Rajshahi station.jpg" শিরোনামে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির বর্ণনা অংশে লেখা থাকতে দেখা যায়, "A train waits at the Rajshahi station in the 1930s. Photo: Chris Walker Collection/The Restoration & Archiving Trust" (১৯৩০ সালে রাজশাহী স্টেশনে অপেক্ষারত একটি ট্রেন। ছবি: ক্রিস ওয়াকার কালেকশন/পুনরুৎপাদন ও আর্কাইভ ট্রাস্ট।)। স্ক্রিনশট দেখুন---
আরো সার্চ করে বাংলাদেশের ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টারে "Railways in colonial Bengal" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধ থেকেও জানা যায়, ১৯৩০ সালে রাজশাহী স্টেশনে অপেক্ষারত ওই ট্রেনের ছবি তোলেন ক্রিস ওয়াকার। স্ক্রিনশট দেখুন--
ছবিটির ধারণকাল সম্পর্কে আরো স্পষ্টভাবে জানতে আরো সার্চ করে ভারতের ওয়েব পোর্টাল ওয়ান ইন্ডিয়ার ওয়েবসাইটে "Photos: Flashback Of India's Independence Struggle" শিরোনামে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই ছবির ক্যাপশনেও ছবিটির ধারণকাল ১৯৩০ সাল লেখা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, অনলাইন ফটোস্টোকার ওয়েবসাইট Alamy-তেও মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। মূলত, ক্রিস ওয়াকার নামে একজন চিত্রগ্রাহক ১৯৩০ সালে রাজশাহী রেলস্টেশনে অপেক্ষমান ট্রেনের ওই ছবিটি তোলেন।
অর্থ্যাৎ ১৯৩০ সালে ধারণকৃত ছবিকে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান দেশভাগের সময়ে ধারণকৃত বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।