সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে বাঙালি সংস্কৃতির একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়ের সময়ে তোলা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৩ জুলাই 'হ্যালো ভাটি বাংলা' নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "শেখ হাসিনার বিয়ের ছবি,,, শেখ হাসিনার বিয়ের দিন, বেগম খালেদা জিয়া কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বাপের বাড়ী ছেড়ে স্বামীর বাড়ী যাচ্ছে। যা বাঙ্গালী নারীদের আনন্দ-বেদনার এক স্মরণীয় মুহূর্তের প্রতিচ্ছবি। আরো আনন্দের বিষয় হচ্ছে যে, আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আব্দুল হামিদ লুঙ্গি পড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়েতে গিয়েছিলেন।।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয় অর্থাৎ ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন।
ছবিটিতে বিয়ের সাজে একজন নববধূকে আরেক নারীকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা কালের কণ্ঠের অনলাইন ভার্সনে গত ১৫ অক্টোবর "এই ছবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আলোচ্য ছবিসহ মোট দুটি ছবি দেখতে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "এক কন্যা শিশু এবং একটি বিয়ের অনুষ্ঠানের দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে এই ছবি দুইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, ছবিগুলো প্রধানমন্ত্রীর নয়।" স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটির সূত্র ধরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের ফেসবুক আইডিতে গিয়ে আলোচ্য ছবিসহ একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টে দুটি ছবি যুক্ত করে বলা হয়, "সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছবি দু'টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু নিচে পোস্ট করা ছবি দু'টি মাননীয় প্রধানমন্ত্রীর নয়।" ওই পোস্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
তবে আলোচ্য ছবিটির উৎস নানাভাবে সার্চ করেও খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ ছবিটিতে থাকা লোকেদের পরিচয় জানা সম্ভব হয়নি।
সুতরাং অজ্ঞাত পরিচয়ের কারো একটি বিয়ের ছবিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়ের সময়ে তোলা ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।