HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হাফেজ তাকরিমের ছবিসহ ছাদখোলা বাসের ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, ফ্রান্সের একটি বাসের ছবিকে এডিট করে তাকরিমের ছবি বসিয়ে বাসটি তাঁর জন্য তৈরি বলে দাবি করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 17 Oct 2022 9:11 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি বাসের ছবি পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি একটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা বাংলাদেশি হাফেজ তাকরিমকে সংবর্ধনা দেওয়ার জন্য ছাদখোলা বাসটি তৈরি করা হয়েছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে

গত ২২ সেপ্টেম্বর "Miss you" নামের একটি পাবলিক গ্রুপে "অনুভূতি" নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "আজ রাত ১২ টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পবিত্র কোরআনের পাখিকে বরণ করতে ছাদ খোলা বাস প্রস্তুত।" স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে করা দাবিটি সঠিক নয়। ফ্রান্সের একটি ছাদখোলা বাসের ছবিকে এডিট করে হাফেজ তাকরিমের ছবি ও বাংলাদেশের পতাকা যুক্ত করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

প্রথমত,

ছবিটিতে @AssadWorld লেখা থাকায় এই নামে সার্চ করে ফেসবুকে একটি পেজ পাওয়া যায় যেখানে উক্ত ছবিটি গত ২২ সেপ্টেম্বর পোস্ট করে লেখা হয়, "কোরআনের পাখিকে বরণ করতে ছাদখোলা বাস প্রস্তুত! আহা! এমনটা হলে কতই না ভাল হত! মনের কল্পনাকে ডিজাইন করতে ভাল লাগে। আপনার কাছে কেমল লেগেছে জানাবেন।" এই পোস্টের বর্ণনা থেকে স্পষ্ট যে এই পেজের পক্ষ থেকে আবেগ তাড়িত হয়ে ছবিটি এডিট করে তৈরি করা হয়েছে। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

দ্বিতীয়ত,

ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ফ্রান্সভিত্তিক অনলাইন পোর্টাল "www.sportbuzzbusiness.fr"-এ "Coupe du Monde 2018 – A quoi ressemblera le bus des Bleus pour le défilé officiel sur les Champs-Elysées ?" শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির ব্যাকগ্রাউন্ডের সাথে হুবহু মিল আছে এমন একটি ছাদখোলা বাসের ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, প্যারিসের একটি ফুটবল দলের জন্য ২০১৮ সালে ওই বাসটি তৈরি করা হয়। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

ফেসবুকের আলোচ্য ছাদখোলা বাসের ছবি এবং প্যারিসের ফুটবল টিমের জন্য বানানো ছাদখোলা বাসের ছবির মধ্যে তুলনা দেখুন--

ফেসবুকের আলোচ্য ছবিটি বামে ও ফ্রান্সের অরিজিনাল বাসের ছবিটি ডানে

এদিকে, উপরের প্রতিবেদনটির ছবির সোর্সের সূত্র ধরে টুইটারে "TEILEN AVOCATS" নামে একটি আইডিতে গিয়েও "Notre Cabinet fera son maximum pour vous avoir une photo des Bleus montant dans le bus...affaire à suivre !" (স্বয়ংক্রিয় অনুবাদ-আমাদের দল ব্লুসের এই বাসটিতে ওঠার ছবি তোলার জন্য তাঁদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে... চলবে) ক্যাপশনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। টুইটার পোস্টটি দেখুন--

অর্থাৎ বিষয়টি স্পষ্ট যে ফেসবুকে প্রচারিত আলোচ্য ছাদখোলা বাসের ছবিটি ফ্রান্সের ফুটবল টিমের জন্য বানানো ছাদখোলা বাসটিকে এডিট করে তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ নারী দল সাফ ফুটবল কাপ জয় করে দেশে ফেরার পরে তাদেরকে ছাদখোলা বাসে করে অভ্যর্থনা জানানো হয়।

সুতরাং, ফ্রান্সের একটি ফুটবল দলের জন্য তৈরি বাসের ছবিকে এডিটের মাধ্যমে বাংলাদেশের হাফেজ তাকরিমের জন্য তৈরি ছাদখোলা বাস বলে দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories