HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কুকুরের ছবিটি তুরস্কের ভূমিকম্পের ঘটনার নয়

বুম বাংলাদেশ দেখেছে, কুকুরের এই ছবিটি অন্তত চার বছর পুরোনো।

By - Md Abdullah Khan | 8 Feb 2023 12:27 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি কুকুরের ছবি দিয়ে দাবি করা হচ্ছে, গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) তুরস্কে ভূমিকম্পে নিজের মালিককে শনাক্ত করার পর আহাজারি করছে কুকুরটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৭ ফেব্রুয়ারি 'Yasir Arafat'-এর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "তুরুস্কের ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনে আটকে পড়া প্রভূকে সনাক্ত করার পরে,পোষ্য কুকুরটির গগনবিদারী আহাজারি বিশ্ববাসীর নজর কেড়েছে"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি তুরস্কে সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পের নয় বরং অন্তত চার বছর পুরোনো। যা প্রতীকী ছবি হিসাবে ভূমিকম্পের মত দূর্যোগের খবরের সাথে প্রায়শই যুক্ত করা হয়।

ছবিটি রিভার্স সার্চ করলে, স্টক ফটোর ওয়েবসাইট 'Alamy'তে 'Dog looking for injured people in ruins after earthquake.' ক্যাপশন সহ খুঁজে পাওয়া যায়। যা ২০১৮ সালের ১৮ অক্টোবর ওয়েবসাইটে জারোস্লাভ নোস্কা (Jaroslav Noska) নামে একজন চিত্রগ্রাহক আপলোড করেছেন। স্ক্রিনশট দেখুন--


সার্চ করার ছবিটি স্টক ফটোর ওয়েবসাইটে 'Shutterstock'-এও খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে ছবিটি 'নোসকা ফটো' নামে একজন ফটোগ্রাফারের আইডি থেকে কন্ট্রিবিউট করা হয়েছে যা চেক রিপাবলিক থেকে পরিচালিত হয়।


এছাড়া ছবিটি প্রতীকী ছবি হিসাবে ভূমিকম্পের মত দূর্যোগের খবরের সাথে প্রায়শই যুক্ত করা হয় বলেও প্রমাণ পাওয়া গেছে।

অর্থাৎ ছবিটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের নয়।

সুতরাং তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের দাবি করে অন্তত ৪ বছর পুরোনো একটি ছবি প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories