সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে দৃশ্যত বাসা বাড়ির পাশে বন্যার পানিতে কুমিরের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, চট্টগ্রামের জলাবদ্ধ রাস্তায় কুমির ঘোরাঘুরি করছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৭ আগস্ট 'Mamun Khan' নামের একটি আইডি থেকে জলাবদ্ধ রাস্তায় কুমিরের ছবিটি পোস্ট করে দাবি করা হয়, "চট্টগ্রাম শহর পানির নিচে এই সুযোগে কুমির সাহেব কি আর বসে থাকবে ? গতকাল বিকালে চট্টগ্রাম মহুরিপাড়া এলাকায় চিপা চাপায় মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে ।আহ!!কি মজা আমার শশুর বাড়ি এলাকার এই দৃশ্য।।" নিচে স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ছবিটি সাম্প্রতিক নয় বরং হংকং ভিত্তিক সামাজিক মাধ্যম '9GAG'-এ ছবিটি থাইল্যান্ডে বন্যার দাবিতে ২০২১ সালে আপলোড হতে দেখা যায়।
রিভার্স ইমেজ সার্চ করে ছবিটি ৮ সেপ্টেম্বর ২০২১ সালে Just a croc taking a swim in the Thailand's flooded neighborhood. ক্যাপশনে হংকং ভিত্তিক সামাজিক মাধ্যম '9GAG'-এ পাওয়া যায়। অর্থাৎ একটি কুমির থাইল্যান্ডের বন্যাকবলিত এলাকায় সাঁতার কাটছে। স্ক্রিনশর্ট দেখুন--
এছাড়া, রিভার্স ইমেজ সার্চ করে ছবিটি '9GAG'-এ পোস্ট হওয়ার আগে ২০২১ সালের ৩০ জুলাই একটি ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে এই ছবিটি সহ দুটি ছবি পোস্ট হতে দেখা যায়। টুইটার পোস্টটি দেখুন--
অর্থাৎ ছবিটি সম্প্রতি চট্টগ্রামের জলাবদ্ধ রাস্তায় কুমির সাঁতার কাটার নয় এ বিষয়টি নিশ্চিত। তবে ছবিটি সম্পর্কে বিস্তারিত সুনির্দিষ্ট তথ্য জানতে পারেনি বুম বাংলাদেশ।
সুতরাং চট্টগ্রামের জলাবদ্ধ রাস্তায় কুমির দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে যে ছবিটি প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।