সামাজিক মাধ্যমে একটি ছবি একাধিক ফেসবুক গ্রুপ এবং প্রোফাইল থেকে পোস্ট করে বলা হচ্ছে, এটি ১৯৪০ সালের ইহুদিদের ছবি যারা ফিলিস্তিনে পাড়ি জমিয়েছিল। দেখুন এমন কিছু লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১১ মে 'New York Bangladesh Community' নামের ফেসবুক পেইজ থেকে একটি ছবি পোস্ট করা হয় যার ক্যাপশনে দাবি করা হয় যে ১৯৪০ সালে ফিলিস্তিনে আশ্রয় নেয়া এই ইহুদীরাই আজকের ইসরায়েলের নাগরিকদের পূর্বপুরুষ।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে, উক্ত ছবির সাথে করা দাবিটি বিভ্রান্তিকর। প্রথমত, ছবিতে দাবি করা হয়েছে যে, ১৯৪০ সালের কিছু ইহুদির ফিলিস্তিনে পাড়ি জমানোর ছবি। কিন্তু রিভার্স ইমেজ সার্চে হলোকাস্ট এনসাইক্লোপিডিয়া নামক একটি ওয়েবসাইটে ছবিটির একটি সন্ধান পাওয়া যায় যেখানে উল্লেখ আছে যে, এটি ১৯৪৫ সালের ৭ মে তোলা হয়। ছবিটি তুলেছেন মার্কিন ফটোগ্রাফার আর্নল্ড ই স্যামুয়েলসন। হলোকাস্ট এনসাইক্লোপেডিয়া হলো যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মিউজিয়াম পরিচালিত একটি অনলাইন এনসাইক্লোপেডিয়া।
ছবির ক্যাপশনের বর্ণনা অনুযায়ী, অস্ট্রিয়ার মাউথাউসেন কন্সেন্ট্রেশন ক্যাম্পের অধীন ইবেনসি ক্যাম্পের বন্দীদের ছবি এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন সৈন্যদল ক্যাম্পটি মুক্ত করলে বন্দীদের এই ছবিটি তোলা হয়।
গেটি ইমেজেও এই ছবির ব্যাপারে একই তথ্য দেয়া হয়েছে।
উল্লেখ্য, ইউরোপ থেকে ইহুদিরা সর্বপ্রথম উনবিংশ শতাব্দীর শেষার্ধে ফিলিস্তিনে অভিবাসন নেয়া শুরু করে। মূলত পূর্ব-ইউরোপ বিশেষ করে রাশিয়া থেকে ইহুদিরা সেখানে পাড়ি জমাতে থাকে। দেখুন এ ব্যাপারে বিস্তারিত এখানে।
কিন্তু ইবেনসি ক্যাম্পের বন্দীরা ফিলিস্তিনে আশ্রয় নিয়েছিল কিনা সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ এই ছবিটি ১৯৪০ সালে ইসরাইলীদের পূর্বপুরুষদের ফিলিস্তিনে পাড়ি দেওয়ার নয়।