HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ফিলিস্তিনের পতাকা হাতে পগবা-আমাদ এর ছবিটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ফিলিস্তিনের পতাকা হাতে পগবা ও আমাদ এর ছবিটি সাম্প্রতিক নয় বরং ২০২১ সালে তোলা হয়েছিল।

By - Tausif Akbar | 31 Oct 2023 4:00 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে খেলার মাঠে ফিলিস্তিনের পতাকা হাতে ফরাসি ফুটবলার পল পগবা ও আইভরিকোস্টের আমাদ দিয়ালোর একটি ছবি পোস্ট করা হয়েছে। এমন কয়েকটি পোস্টটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ৩০ অক্টোবর 'Rafiqul Islam' নামের একটি ফেসবুক পেজ থেকে "ফুটবল মাঠের সুন্দর দৃশ্য। এভাবে হোক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ! ফিলিস্তিনি জিন্দাবাদ" ক্যাপশনে ছবিটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর ছবিটি পোস্ট করা হচ্ছে এবং ব্যবহারকারীরা ছবিটিতে লাইক শেয়ার ও কমেন্ট করছেন।

ফ্যাক্ট চেকঃ

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি সাম্প্রতিক নয় রবং প্রায় দুই বছরের পুরোনো। ২০২১ সালের ১৮ মে ইংলিশ ফুটবল ক্লাব ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে পল পগবা এবং তার ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ আমাদ দিয়ালো ফিলিস্তিনের পতাকা তুলে ধরেন।

পোস্টের প্রথম (উপরের) ছবিটি রিভার্স ইমেজ এর মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'তে ২০২১ সালের ১৯ মে ‘Paul Pogba, Amad Diallo display Palestine flag after Manchester United's match against Fulham’ শিরোনামে ছবিটি সহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "মঙ্গলবার ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে পল পগবা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ আমাদ দিয়ালো ফিলিস্তিনের পতাকা তুলে ধরেন।" প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য থেকে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে স্টক ছবির সাইট 'এলামি' তে নিচের (দ্বিতীয়) ছবিটিও খুঁজে পাওয়া যায়। ছবির বর্ণনায় উল্লেখ করা হয়, "ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ ডায়ালো (বাঁয়ে) এবং ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচের পর ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছেন। ছবিটি মঙ্গলবার ১৮ মে, ২০২১ সালে তোলা"। স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ ছবি দুটি সাম্প্রতিক নয়। দুটি ছবিই ম্যানচেস্টার ইউনাইটেড এর দুই সতীর্থের একই ইভেন্ট তথা ২০২১ সালের ১৯ মে ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর তোলা হয়েছিল।

সুতরাং, ফেসবুকে ম্যানচেস্টার ইউনাইটেড এর দুই সতীর্থের খেলার মাঠে ফিলিস্তিনের পতাকা তুলে ধরার পুরোনো ছবি সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories